কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

রেকর্ড ব্রেক উত্থান সেনসেক্সের, ৮৫ হাজারের গণ্ডি পার

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

পুবের কলম,ওয়েবডেস্ক:অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল
সেনসেক্স। মঙ্গলবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ৮৫ হাজারের গণ্ডি পার করল সেনসেক্স।
পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও।


এদিন সকাল ১০টা ৫ নাগাদ বিএসই সেনসেক্স
৮০.৭৪ পয়েন্ট বেড়ে পৌঁছে যায় ৮৫,০০৯.৩৫-এ। পাশাপাশি নিফটি ২৯.১৫ পয়েন্ট বেড়ে পৌঁছে
গিয়েছে ২৫,৯৬৮তে। প্রায় সব ‘ব্লু চিপ’ স্টকই এদিন সবুজ পথ ধরে দৌড় দিয়েছে। যদিও ব্যাঙ্ক
নিফটি, নিফটি ফিন্যান্সিয়াল সার্ভিসেস ও আইটি সেক্টরগুলি
কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছে।


রিপোর্ট অনুযায়ী, নিফটি-৫০টির যে সব স্টকগুলিতে
সব থেকে লাভবান হয়েছে তা হল টাটা স্টিল, পাওয়ার গ্রিড, জেএসডব্লু স্টিল। অন্যদিকে কোটাক মাহিন্দ্রা,
আল্ট্রাটেক সিমেন্ট, বাজাজ ফিনান্সের মতো স্টকগুলি
ক্ষতির মুখে পড়েছে।