কলকাতাSunday, 12 December 2021
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

হাওড়া পুরসভার বিল নিয়ে রাষ্ট্রপতির কাছে যাবেন রাজ্যপাল

mtik
December 12, 2021 8:10 pm
Link Copied!

পুবের কলম প্রতিবেদকঃ হাওড়া পুরসভার বিল নিয়ে রাষ্ট্রপতির কাছে যাবেন বলে জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপাল জানিয়েছেন–  এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো জানিয়েছিলেন তিনি। কোনও জবাব না মেলায় হাওড়া পুরসভার সংশোধনী বিল বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের একবার সরব হলেন তিনি। এই ইস্যুতে রাজ্যপালের সঙ্গে স্পিকারের দ্বন্দ্ব চলছিল আগে থেকেই। এই বিল আইনে পরিণত হতে দেরি হওয়ার জন্য স্পিকারের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর দাবি– কোনও প্রশ্নের উত্তর দেননি  অধ্যক্ষ। তাই বিলে সই করছেন না। প্রয়োজনে রাষ্টÉপতির কাছে যাবেন বলেও জানান রাজ্যপাল। গত ২৪ নভেম্বর এই বিল সংক্রান্ত কিছু প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল। জগদীপ ধনখড়ের অভিযোগ– অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কোনও তথ্যই রাজভবনে পাঠাননি তিনি। রাজ্যপাল আরও জানান– বিল নিয়ে কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন তিনি। কিন্তু– উত্তর না দিয়ে বিরোধিতা করা হয়েছে। স্পিকারের এই ধরনের আচরণ দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন রাজ্যপাল।

এক অনুষ্ঠানে গিয়ে জাগদীপ ধনখড় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন– ‘কেন মুখ্যমন্ত্রী কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করছেন?’ তিনি জানান– স্বরাষ্ট্র  মন্ত্রকের নির্দেশ অনুযায়ী বিএসএফের এক্তিয়ার ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হয়েছে। একজন মুখ্যমন্ত্রী হয়ে কেন স্বরাষ্ট্র  মন্ত্রকের সেই নির্দেশ মানছেন না তিনি? তা নিয়ে প্রশ্ন তুলেছেন ধনখড়।