পুবের
কলম, ওয়েবডেস্ক: কর্ণাটক হাইকোর্টের এক বিচারপতির ‘পাকিস্তান‘ মন্তব্যকে তিরস্কার করল সুপ্রিমকোর্ট। বিচারপতির বিতর্কিত মন্তব্যের জবাবে পাল্টা শীর্ষ আদালত বলেছে, ভারতের কোনও অংশকে পাকিস্তান বলা যায় না।
উল্লেখ্য, বেঙ্গালুরুর
মুসলিম অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত গোরি পালিয়াকে ‘পাকিস্তান‘ বলে উল্লেখ
করেছিলেন কর্ণাটক হাইকোর্টের এক বিচারপতি। যার তীব্র প্রতিবাদ জানিয়ে পালটা শুনানি
শুরু করে সুপ্রিম কোর্ট। ওই বিচারপতির মন্তব্যের কড়া
সমালোচনা করে শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই
মামলার শুনানি চলছিল। প্রধান বিচারপতি বলেন, ‘ভারতের কোনও
অংশকে কেউই পাকিস্তান বলে উল্লেখ করতে পারেন না। এই আচরণ মূলগতভাবে রাষ্ট্রের
ভৌগোলিক অখণ্ডতার বিরোধী।‘