পুবের কলম প্রতিবেদকঃ প্রথম থেকে নবম শ্রেণির ফল প্রকাশে বার্ষিক রিপোর্ট কার্ড তৈরির নির্দেশ দিল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। শুক্রবার পর্ষদ সভাপতি ড. আবু তাহের কমরুদ্দিন জানান– প্রথম থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীদের ফল প্রকাশ করে ভর্তি শুরু হবে। তার আগে প্রতিটি মাদ্রাসাকে পরীক্ষা শেষ করে বার্ষিক রিপোর্ট কার্ড তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষা পর্ষদ জানিয়েছে– ইতিমধ্যে মাদ্রাসাগুলি ২৫ নম্বরের টেস্ট পরীক্ষা নিয়েছে। সেই পরীক্ষার ভিত্তিতে বার্ষিক রিপোর্ট কার্ড তৈরি করতে বলেছে পর্ষদ।
পর্ষদ আরও জানিয়েছে, আগে চারটে টেস্ট নিতে বলা হয়েছিল। সেই টেস্ট পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। সব বিষয়ে থাকবে ২৫ নম্বর করে। তার ভিত্তিতে বার্ষিক রিপোর্ট কার্ডে তৈরি করতে বলা হয়েছে। প্রতিটি বিষয়ে যে চারটে করে পরীক্ষা হয়েছে– সেই চারটে পরীক্ষার প্রাপ্ত নম্বরের যোগফল বার্ষিক রিপোর্ট কার্ডে লিপিবদ্ধ করতে হবে। অর্থাৎ প্রতিটি ছাত্রছাত্রীর বার্ষিক রিপোর্ট কার্ডে ১০০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর দিয়ে যে রিপোর্ট কার্ড তৈরি হবে তার ভিত্তিতেই বার্ষিক ফলাফল নির্ধারণ হবে।
প্রথম এবং দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে শেষের দুটি পরীক্ষার ২৫ করে মোট ৫০ নম্বরের উপর প্রাপ্ত নম্বর বার্ষিক ফল হিসেবে ধরা হবে। তৃতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত চারটে পরীক্ষায় প্রাপ্ত নম্বরে যোগফল যা হবে তা বার্ষিক ফল হিসেবে গণ্য হবে।
অর্থাৎ দৃষ্টান্তস্বরূপ ধরা যায়, একটি ছাত্র ইংরেজিতে প্রথম টেস্টে পরীক্ষায় ২৫ এর মধ্যে ২০– দ্বিতীয় টেস্টে ২৫ এর মধ্যে ২৩– তৃতীয় টেস্টে ২৫ এর মধ্যে ২৪ এবং চতুর্থ টেস্টে ২৫ এর মধ্যে ২১ পেয়েছে। তাহলে ওই শিক্ষার্থীর ইংরেজিতে একশো নম্বরের মধ্যে ৮৫ পাবে।