কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

বিহারে জিতিয়া ব্রত পালনের সময় জলে ডুবে মৃত ৪৬

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!


পুবের কলম,ওয়েবডেস্ক: বিহারে ধর্মীয় উৎসব পালনের সময় জলে ডুবে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৩৭টি শিশু রয়েছে। এবং মহিলা ৭ জন । জানা গেছে, সাম্প্রতিক কালে বন্যায় বিহারের বিভিন্ন নদী ও পুকুরের জলস্তর বৃদ্ধি পেয়েছিল। এসব জলাশয়ে ধর্মীয়  উৎসবের অংশ হিসেবে স্নানে নেমেছিলেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। মূলত সন্তানের মঙ্গল কামনায় জিতিয়া ব্রত বা জীবিত পুত্রিকা উৎসব পালন করে থাকেন হিন্দু সম্প্রদায়ের মানুষরা। এদিন জিতিয়া ব্রত পালন করতে গিয়ে ৪৬ জন পুকুরে ডুবে মারা যান। নদী ও পুকুরে জল  বৃদ্ধির কারণে আগেভাগেই সতর্কতা জারি করা ছিল। তবে উৎসবে যোগ দেওয়া লোকজন তা এড়িয়ে গিয়েছিলেন। ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবে যাওয়া তিনজনের মরদেহ এখনো খুঁজে পাওয়া যায়নি। সেগুলো উদ্ধারে তৎপরতা চলছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার ঘটনাটি ঘটেছে  রাজ্যের  ঔরঙ্গবাদ জেলার  ভিন্ন দুটি গ্রামে। জানা গেছে, জিতিয়া ব্রত করছিলেন গ্রামের বধূরা। সন্তানদের মঙ্গল কামনায় এই ব্রত  পালন করেন মায়েরা। সেই ব্রত পালন করতে পুকুরে ডুব দেন তারা।  ঘটনাগুলো জিতিয়া ব্রত পালনের সময়েই ঘটেছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মৃতদের  পরিবার পিছু চার লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা দেন তিনি। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীদল।