কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

রাজের জেলায় জেলায় আমলা নিয়োগ…… জেনে নিন কোথায় কোথায়

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যের বিভিন্ন জেলায় জেলাশাসক পদে বড় রদবদল। পূর্ব বর্ধমানের নতুন জেলাশাসক হলেন আয়েশা রানিকে। আগে মেদিনীপুর ডিভিশনের কমিশনার পদে নিযুক্ত ছিলেন। আয়েশা রানির আগে সংশ্লিষ্ট জেলার জেলাশাসক পদে কর্মরত ছিলেন রাধিকা আইয়ার।বর্তমানে তাঁকে স্বাস্থ্য দফতরের সিনিয়র বিশেষ সচিব করা হয়েছে।

পাশাপাশি সমগ্র রাজ্যের ১১ মহকুমায় প্রশাসনিক দায়িত্বে নিয়োগ করা হল নতুন আমলাদের। নদিয়ার রানাঘাট, মুর্শিদাবাদের ডোমকল, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, হুগলির আরামবাগ, বাঁকুড়ার খাতরা, পূর্ব বর্ধমানের কাটোয়া, পুরুলিয়ার মানবাজার ও রঘুনাথপুর, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, উত্তর দিনাজপুরের ইসলামপুর এবং দার্জিলিঙের মিরিক মহকুমায় নতুন মহকুমাশাসক নিয়োগ করা হল। 

এই ১১ মহকুমার নতুন মহকুমাশাসকেরা প্রত্যেকেই ২০২১ সালের ব্যাচের আইএএস অফিসার। এ বার মহকুমা স্তরে দায়িত্ব দেওয়া হল তাঁদের।

নবনিযুক্ত আমলাদের কোথায় কোথায় স্থানান্তর করা হল? দেখে নিন এক নজরে 


১) ক্যানিংয়ের মহকুমাশাসককে পূর্ব বর্ধমানের এডিএম করা হয়েছে।

২) ডোমকলের ও ইসলামপুরের মহকুমাশাসককে দার্জিলিঙের এডিএম করা হয়েছে।


৩) গঙ্গারামপুরের  মহকুমাশাসককে পাঠানো হয়েছে মুর্শিদাবাদের এডিএম পদে।

৪) আরামবাগের মহকুমাশাসককে পশ্চিম বর্ধমানের এডিএম করা হয়েছে।

৫) রঘুনাথপুর ও মানবাজারের মহকুমাশাসককে হুগলির এডিএম করে পাঠানো হয়েছে।


৬)খাতড়ার মহকুমাশাসককে পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক এবং রানাগাটের

মহকুমাশাসককে জলপাইগুড়ির এডিএম করা হয়েছে।


৭) মিরিকের মহকুমাশাসককে কৃষি দফতরের যুগ্ম সচিব করা হয়েছে।


8) কাটোয়ার মহকুমাশাসককে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের সিইও এবং দার্জিলিঙের অতিরিক্ত জেলাশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।


৯) প্রাক্তন মন্ত্রী পার্থ ভৌমিকের আপ্তসহায়ক অভ্র অধিকারীকে (ডাব্লিউবিসিএস) হাওড়ার অতিরিক্ত জেলাশাসক করা হয়েছে।

১০) পুর ও নগরোন্নন দফতরের যুগ্মসচিব দিলীপ মিশ্রকে করা হয়েছে ঝা়ড়গ্রামের অতিরিক্ত জেলাশাসক। পাশাপাশি, একাধিক জেলায় অতিরিক্ত জেলাশাসক পদের আইএএস আধিকারিকদের বিশেষ সচিব, যুগ্মসচিব পদে ও অন্য পদে পাঠানো হয়েছে।