পুবের কলম প্রতিবেদকঃ অবশেষে মাদক কাণ্ডে জামিন পেলেন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। প্রায় ১১ মাস পর জামিন পেলেন তিনি। মঙ্গলবার শর্ত সাপেক্ষে তাঁকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট জানিয়েছে, নিষিদ্ধ ড্রাগ এবং সাইকোট্রপিক পদার্থের অবৈধ পাচারে জড়িত ব্যক্তিদের অবশ্যই কড়া হাতে মোকাবিলা করতে হবে। এতে কোনও সন্দেহের অবকাশ থাকতে পারে না। তবে এই মামলা জামিনের আবেদন খারিজ করার মতো কিছু পাওয়া যায়নি।
হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে আরও উল্লেখ করেছে, আবেদনকারীর সঙ্গে কোনওরকম নিষিদ্ধ মাদক উদ্ধার হয়নি। আবেদনকারীর ব্যক্তির কাছ থেকে বা আবেদনকারীর সঙ্গে জড়িত কোনও জায়গা থেকেও এমন কোনও মাদক উদ্ধার করা যায়নি বলেও জানায় আদালত।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ ফেব্রয়ারি একটি গাড়ি থেকে ৭৬ গ্রাম কোকেন পায় পুলিশ। ওই ঘটনার সঙ্গে নাম জড়ায় পামেলা গোস্বামীর। মাদকসহ গ্রেফতার করা হয় হুগলির বিজেপির যুব মোর্চার পর্যবেক্ষক অভিনেত্রী পামেলা গোস্বামী। তার সঙ্গে ছিলেন বিজেপি নেতা প্রবীর দে। জানা গিয়েছে– প্রবীরদের কাছ থেকেও মেলে মাদক। তাকেও গ্রেফতার করে পুলিশ।
সূত্রের খবর, অনেকদিন ধরেই পুলিশের কাছে খবর ছিল মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন পামেলা গোস্বামী। সেইমতো দীর্ঘদিন ধরেই এ বিজেপি নেত্রীর ওপর নজরদারি চালাচ্ছিল পুলিশ। এরপর ঘটনার দিন সকালে পুলিশের কাছে খবর আসে নিউ আলিপুর থেকে মাদক পাচার করতে চলেছেন নেত্রী। সেইমতো আগে থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ। এর পরেই নিউ আলিপুরের রাস্তা দিয়ে পামেলার গাড়ি যেতেই আটক করে পুলিশ। পামেলা গোস্বামীর ব্যাগ থেকে পাওয়া যায় কোকেন। এরপর এই গাড়িটি তল্লাশি করে– গাড়ির সিটের নিচে থেকে মেলে বিপুল পরিমাণ মাদক। যার বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা।