পুবের কলম, ওয়েব ডেস্কঃ বনধ নিয়ে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুর ২টা নাগাদ উত্তরকন্যা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা
দেন মুখ্যমন্ত্রী। তার আগে বাগডোগরা পাহাড়ে বনধ নিয়ে এক প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী
সাংবাদিকদের বলেন, আমি বনধ সমর্থন করি না। বাংলায় কোনও বনধ হবে না।
পুজোর মুখে বোনাসের দাবিতে চা শ্রমিকদের আটটি সংগঠন সোমবার পাহাড়ে ১২ ঘন্টার
বনধের ডাক দিয়েছে। বন্যা পরিস্থিতি দেখতে
উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবারও উত্তরকন্যায় বৈঠক করে এদিন কলকাতার
উদ্দেশ্যে রওনা দেন। এই বনধ ঘিরে সকাল থেকেই বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর
পাওয়া যায়। এ দিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ”কোথাও বন্ধ হচ্ছে না। আমরা কোনও
বন্ধ সমর্থন করি না। তরাই-ডুয়ার্সে কেউ কেউ রাজনৈতিকভাবে পাহাড়কে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে।
আর বোনাসের বিষয়টা লেবার কমিশন দেখছে, ওরা যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। আমরা হস্তক্ষেপ করব না।”
উল্লেখ্য, পুজোর বোনাস নিয়ে কার্যত দরাদরি চলছে। এদিকে শ্রমিকদের দাবি বেতনের
২০ শতাংশ হারে বেতন দিতে হবে। অন্যদিকে মালিকপক্ষ ১৩ শতাংশ হারে পুজোর বোনাস
দেওয়ার ক্ষেত্রে অনড়। দাবি আদায়ে এবার কাজকর্ম বন্ধ রেখে ১২ ঘণ্টা ধর্মঘট পালন করছে চা শ্রমিক
সংগঠনগুলি। কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তিও হচ্ছে। রোহিনী, কার্শিয়াংয়ে রাস্তায় বসে অবরোধ করেছেন চা শ্রমিকরা। গাড়ি আটকানো হয়েছে
বলে অভিযোগ। পুলিশ যদিও পাহাড়ের জনজীবন সচল রাখতে সক্রিয়। তারই মাঝে মুখ্যমন্ত্রী
স্পষ্ট বার্তা দিয়ে দিলেন ধর্মঘট নিয়ে।