কলকাতাThursday, 3 October 2024
  1. আজকের শিরোনাম
  2. ইতিহাস-ঐতিহ্য
  3. ক্রাইম
  4. খেলা
  5. জেলা
  6. দেশ
  7. ধর্ম ও দর্শন
  8. পর্যটন
  9. ফোটো গ্যালারি
  10. বিজ্ঞান ও প্রযুক্তি
  11. বিজ্ঞান-প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশ্ব-জাহান
  14. ব্লগ
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

ইসলাম ও নবী সা. বিরুদ্ধে অবমাননা, রামগিরি মহারাজের বিরুদ্ধে ৬৭ টি মামলা দায়ের

mtik
October 3, 2024 6:30 pm
Link Copied!

পুবের কলম, ওয়েবডেস্ক:  ইসলাম ও নবী সা. বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য , হিন্দুত্ববাদী ধর্মীয় নেতা মহন্ত রামগিরি
মহারাজের বিরুদ্ধে দায়ের মামলা। বোম্বে হাইকোর্টে স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে ৬৭টি
এফআইআর দায়ের হয়েছে। সোমবার মহারাষ্ট্র সরকার আদালতকে জানিয়েছে, সোশ্যাল সাইটে নবী
সা
. কে নিয়ে অবমাননাকর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যা
মামলা দায়ের হওয়ার পর সরিয়ে নিয়েছে সাইবার ক্রাইম  ।  


শুধু
তাই নয়, মহারাষ্ট্রের অ্যাডভোকেট জেনারেল ডঃ বীরেন্দ্র সরফ জানিয়েছেন, রামগিরি
মহারাজের পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বিরুদ্ধে এফআইআর দায়ের
হয়েছে। যার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
পিটিশনটি অ্যাডভোকেট মুহাম্মদ ওয়াসি সাঈদ এবং বেশ কয়েকজন স্বনামধন্য আইনজীবী
মিলে দাখিল করেন।


তাঁরা পিটিশনে লেখেন, ২০১৪ সাল থেকে  দেশজুড়ে ধর্মীয় অসহিষ্ণুতা,
সাম্প্রদায়িক মেরুকরণ,
বিভেদ-বৈষম্যের বিষ বেড়েই চলেছে। রাজনৈতিক
উদ্দেশ্যে পরিকল্পিত প্ররোচনা তৈরি করে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অবিচারের ঘটনা
ঘটছে। সেইসঙ্গে ভারতে মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক ঘৃণা-ভাষণের ঘটনা বাড়ছে। খোলসা
করে বললে মোদি জমানায় ইসলামোফবিয়া বেড়ে চলেছে। স্বঘোষিত ধর্মীয় গুরুরা জায়গায়
জায়গায় গিয়ে মুসলিম বয়কট করোর বার্তা দিচ্ছেন।


আর ডাবল ইঞ্জিন নেতারা সেগুলি
সমর্থন জানাচ্ছেন। 
পাল্টা সওয়ালে, এদিন আইনজীবী এজাজ নকভি জানান, মহারাষ্ট্র
সরকার রামগিরি   মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে
রামগিরি মহারাজের সঙ্গে একই মঞ্চ শেয়ার করে তাকে উৎসাহ দেন। একইভাবে
,
বিজেপি বিধায়ক নীতেশ রানে মুসলিমদের বিরুদ্ধে
যা মন্তব্য করেছেন তা প্রকাশ্যে ধর্মীয় উসকানি বলেও তোপ দাগেন তিনি। আর যা দণ্ডনীয়
অপরাধ বলেও জানান তিনি।


সংশ্লিষ্ট মামলার সওয়াল জবাবে বিচারপতি রেবতী
মোহিতে-ডেরে এবং পৃথ্বীরাজ চৌহানের বেঞ্চ এদিন জানান, অবিলম্বে রামগিরি মহারাজের
ভিডিয়োগুলি সরিয়ে নেওয়া হোক । আর বিজেপি নেতা রানের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির
ব্যবস্থা করা হোক। হেট স্পিচ প্রসঙ্গে
 বেঞ্চ
বলে
, আমরা কোনও ধর্মীয় গুরুকে বক্তৃতা দেওয়া থেকে
বিরত রাখতে পারি না।


তবে
পুলিশ তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারেন। একনাথ শিন্ডে এবং রামগিরি
একটি মঞ্চে থাকলো বলে তাঁর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা উচিত নয় বলেই জানান তিনি।
আইনজীবীকে  ম্যালফাইড দেখাতে হবে বলেও
জানান তাঁরা। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৭ অক্টোবর বলে জানায় বেঞ্চ।