পুবের কলম, ওয়েবডেস্কঃ পিছল পুরভোট মামলা। বিজেপির আবেদনের ভিত্তিতে এই মামলা পিছিয়ে গেল। হাইকোর্টের শুনানিতে বুধবার পর্যন্ত পিছিয়ে গেল পুরভোট মামলা।
সম্প্রতি, কলকাতার পুরভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। আর তারপরেই হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি।
বিজেপির তরফে আদালতে জানানো হয়, রাজ্য নির্বাচন কমিশন আগে জানিয়েছিল যে আদালতের অনুমতি ছাড়া তারা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে না। তারপরেও কিভাবে পুরভোটের দিনক্ষণ ঘোষণা করা হল?
এদিকে হাইকোর্টের শুনানি চলাকালীন সরকারি আইনজীবী জানিয়ে দেন, পুরভোট করা নিয়ে আগেই আদালতে জমা হলফনামা দেওয়া হয়েছিল। কলকাতার স্বাস্থ্য পরিকাঠামো ভালো, তাই এখানে পুরভোট করা হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখে তার পরে বাকি ভোট ঘোষণা।
এদিক শুনানি চলাকালীন হাই কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, কমিশনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাই লিখিতভাবে অভিযোগ দায়ের করুন।
উল্লেখ্য, ১৯ ডিসেম্বর (রবিবার) কলকাতার ১৪৪ টি ওয়ার্ড ভোটগ্রহণ হবে। ১ ডিসেম্বর হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। ২ ডিসেম্বর পরদিন স্ক্রুটিনি হবে। ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। আগামী ২১ ডিসেম্বর ভোটগণনা হবে।পুরো ভোটপ্রক্রিয়া শেষ করতে হবে ২২ ডিসেম্বরের মধ্যে। চালু হয়েছে আদর্শ আচরণবিধি।