পুবের কলম প্রতিবেদকঃ রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পুরসভার প্রধান প্রশাসক ফিরহাদ হাকিম (ববি) এক বিবৃতিতে বলেছেন– তাঁর একটি বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। আর কিছু লোক তা সোশ্যাল মিডিয়াতেও প্রচার করছেন।
ফিরহাদ হাকিম বলেন– ‘আমি সেদিন যা বলেছিলাম বলে প্রচার করা হচ্ছে– তার ভুল অর্থ করা হয়েছে। আমি মোটেই কোনও ধর্মকেই নিশানা করিনি। আমি সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি। যদি আমার বক্তব্যে কারও সংবেদনশীলতায় আঘাত লেগে থাকে– তাহলে আমি ক্ষমা প্রার্থী।’
ফিরহার আরও বলেন– আমার ধর্ম ইসলাম হল শান্তির ধর্ম। ইসলাম সমস্ত মানবতাকে শ্রদ্ধা করতে শেখায়। আর ইসলাম অন্য ধর্মকেও কখনই আঘাত করে না। সেদিন আমি যখন বক্তব্য রাখছিলাম– তখন একটি কথার সঙ্গে পরবর্তী একটি কথা সূত্র ছাড়াই মিশে যাওয়ায় এই ভুল বোঝাবুঝি হয়েছে। তা সত্ত্বেও যারা এতে দুঃখ পেয়েছেন– তাঁদের কাছে আমি পুনরায় ক্ষমা প্রার্থী। আমার বক্তব্যকে অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করছেন। কিন্তু তাঁদের সামনে আমার পুরো জিন্দেগী রয়েছে। আমি কখনই কোনও ধর্মকে অশ্রদ্ধা করিনি।