পুবের কলম, ওয়েবডেস্কঃ আগামী ১৯ ডিসেম্বর পুরভোট হবে কি, হবে না এই নিয়ে দোলাচলে থাকল রাজ্য। মঙ্গলবার হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দিল, এখনই পুরভোট নিয়ে কোনও বিজ্ঞপ্তি তারা জারি করবে না।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টে কমিশনের আইনজীবী জানান, ইতিমধ্যে ভোট নিয়ে মামলা চলছে। তাই মামলা চলাকালীন কোনওরকম ভোটের বিজ্ঞপ্তি কমিশন জারি করা হবে না। এ বিষয়ে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা জমা দিতে নির্দেশ দিল আদালত।
আইনজীবী অনিন্দ্য রাউত বলেন, “অর্ডার হাতে পাইনি। তাই বিষয়টা এখনও বলতে পারব না। এদিন আদালত রাজ্য ও কমিশনের কাছে যে হলফনামা চেয়েছে, তাতে জানতে চাওয়া হয়েছে, কেন বাকি ১১০টি পুরসভায় ভোট করানো হচ্ছে না? হলে সেটা কবে করানো হবে?
নির্বাচন নিয়ে তারা কী ভাবছে, হলফনামায় সেটাই তুলে ধরতে হবে। পরবর্তী শুনানি আগামী বুধবার।
১৯ ডিসেম্বর কলকাতা পুরসভা ও হাওড়া পুরসভায় ভোট করাতে চেয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠায় রাজ্য সরকার। সব ঠিক ছিল, কিন্তু বাদ সাধে বিজেপি। মোট ১১২টি পুরসভায় ভোট হওয়ার কথা। এই তালিকায় কলকাতা ও হাওড়ার নামও। কিন্তু রাজ্য শুধুমাত্র এই দুই পুরসভাতেই ভোট চেয়ে কমিশনের দ্বারস্থ হয়। যা নিয়ে আপত্তি জানায় বিজেপি।
অর্থাৎ নতুন করে পুরভোট নিয়ে আইনি জটিলতা তৈরি হল। ১৯ তারিখ পুরভোট এখন প্রশ্নের মুখে।