পুবের কলম প্রতিবেদক: তৃণমূলে জয়ের ধারা অব্যাহত। ফের সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিদায়ী কাউন্সিলর বিলকিস বেগম। শনিবার রাজ্যের পরিবহণ মন্ত্রী, বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমের হাত ধরেই তৃণমূলে যোগ দিলেন বিলকিস। এক রক্তদান শিবিরে এই যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
এদিকে পুরভোটের দামামা বেজে উঠেছে। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন। কমিশনের ভোটের নির্ঘন্ট ঘোষণার পরেই, জোরকদমে সব দলগুলির মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশের হিড়িক শুরু হয়। শুক্রবার প্রথমে কলকাতা পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ করে বামেরা। রাতেই প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের তালিকা প্রকাশের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শনিবার সকালে ফিরহাদ হাকিমের হাত ধরেই বিদায়ী সিপিএম কাউন্সিলর বিলকিস বেগমের তৃণমূলে যোগদান।
প্রসঙ্গত, বামেদের প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা যায়, তাতে কলকাতা পুরনিগমের ৭৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিলকিস বেগমের নাম নেই। তিনি দলের উপর এক রকম বিরক্ত হয়েই তৃণমূলে যোগ দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
তবে পুরভোটে টিকিট না পেয়ে তৃণমূলে এসেছেন বলা হলেও তা অস্বীকার করেন বিলকিস। এদিন তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে শামিল হতেই তৃণমূলে যোগ দিয়েছি। তাঁর নেতৃত্বেই এলাকার মানুষের সেবা করতে চাই।” এদিন ফিরহাদ হাকিমও বিলকিসের কাজের প্রশংসাও করেন।