পুবের কলম প্রতিবেদক: সমান কাজের জন্য সমান বেতন চাই। এই দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন শুরু করে নার্সদের সংগঠন ‘নার্সেস ইউনিটি’। সেই সময় রাজ্যের তরফে সমস্যা নিরসনের কথাও বলা হয়। স্বাভাবিকভাবেই উঠে যায় আন্দোলন। কিন্তু নির্ধারিত সময় ফুরাবার আগেই বেশ কয়েকজনকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে ফের এসএসকেএম হাসপাতালে নার্সদের বিক্ষোভ শুরু হয়েছে। তাঁদের দাবি– সরকারকে অবিলম্বে বদলির নির্দেশ প্রত্যাহার করতে হবে।
বৃহস্পতিবার নার্সদের ধরনা-আন্দোলন ছয় দিনে পড়েছে। অনশন করতে গিয়ে ইতিমধ্যেই অসুস্থ হয়েছেন প্রায় সাত জন। অভিযোগ– এসএসকেএম কর্তৃপক্ষ নার্সদের সঙ্গে কথা বলেনি।
প্রসঙ্গত– দুর্গাপুজোর আগে নার্সরা বেতন বৈষম্যের প্রতিবাদে এসএসকেএম চত্বরে বিক্ষোভে শামিল হন।
এ নিয়ে স্বাস্থ্য ভবনের সঙ্গে নার্সদের দফায় দফায় বৈঠক হয়। পরে স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছিল– তিন মাসের মধ্যেই সমস্যার সমাধান করা হবে। নার্সদের বেশ কিছু সুবিধা দেওয়ার কথাও বলে সরকার। কিন্তু– তিন মাসের সময়সীমা শেষ হওয়ার মুখে আচমকাই স্বাস্থ্য ভবনের তরফে বদলির নির্দেশিকা জারি করা হয়েছে। অভিযোগ– যে ৩৫ জনকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে নার্সদের আন্দোলনে নেতৃত্বদানকারী ১১ জন রয়েছেন। ১১ জন বর্তমানে যেখানে কর্মরত– তাদের সেখাকার কাজ শেষ করে নতুন জায়গায় যোগ দিতে বলা হয়েছে। এরই প্রতিবাদে সরব হয়েছেন নার্সরা।