পুবের কলম প্রতিবেদকঃ কোভিড পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। কেন্দ্র সরকারের দাবি অনুযায়ী, সারাদেশে ১০০ কোটিরও বেশি টিকাকরণের কাজ এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়ে গেছে। আগামী মঙ্গলবার থেকে রাজ্যে স্কুল ও খুলে যাচ্ছে। ইতিমধ্যেই চালু হয়ে গেছে লোকাল ট্রেন। এর ফলে যাত্রীর সংখ্যা ও অনেক বেড়েছে। এই অবস্থায় যাত্রী চাপ কমাতে ফের বাড়ানো হল মেট্রো সংখ্যা।
পরিস্থিতির কথা মাথায় রেখে আরো ছটি মেট্রো বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। এতদিন আপডাউন মিলিয়ে মোট ২৬৬ টি মেট্রো চলছিল। আরও ছটি মেট্রো বাড়ার ফলে এবার আপ-ডাউন মিলিয়ে শহরে ২৭২টি মেট্রো চলবে।
আগামী সোমবার থেকে এই সংখ্যক মেট্রো চলবে বলে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে।
এর ফলে সকালে প্রথম মেট্রো পাওয়া যাবে সাড়ে সাতটার পরিবর্তে সাতটার সময়। শেষ মেট্রো পাওয়া যাবে রাত্রি সাড়ে দশটার সময়। সোমবার থেকে শনিবার পর্যন্ত এই সংখ্যক মেট্রো চালানো হবে।
মেট্রোর তরফে জানানো হয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এর মধ্যে এতদিন ১৬৭ টি মেট্রো চালানো হচ্ছিল। সেই সংখ্যা বেড়ে এখন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এর মধ্যে ১৭৩টি মেট্রো চলবে। যার মধ্যে ৮৬ টি আপ এবং ৮৭টি ডাউন মেট্রো চলবে। অফিস টাইমে বিশেষ করে সকালে এবং সন্ধ্যার দিকে যাত্রী চাপ বেশি থাকায় এই সময় বেশি সংখ্যায় মেট্রো চালানো হবে। এই সময়ে মেট্রো পাওয়া যাবে পাঁচ মিনিট পর পর। দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে সাড়ে নটার সময়।
অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এর দিকে ৯ টা ১৮ মিনিটে শেষ মেট্রো ছাড়বে। এদিকে শনিবারেও সকালে প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে সাতটার সময় এবং রাতে শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে রাত্রি সাড়ে দশটার সময়।
শনিবার এতদিন ২১৪ টি মেট্রো চালানো হচ্ছিল। এবার শনিবারেও মেট্রো সংখ্যা বাড়িয়ে করা হল ২২০টি। মেট্রোর আশা এর ফলে যাত্রী চাপ অনেকটাই কমানো যাবে। যদিও পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও পর্যন্ত টোকেন চালু করেনি মেট্রো। শুধুমাত্র যাদের স্মার্ট কার্ড রয়েছে তারাই মেট্রোতে যাতায়াত করতে পারবেন। সেইসঙ্গে যাত্রীদের কোভিড বিধি মেনে মেট্রো যাতায়াত করার অনুরোধ জানানো হয়েছে।