৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ওখানে একটা চোর ছড়ি ঘোরাচ্ছে, শুভেন্দুকে নিশানা অনুব্রতর

রফিকুল হাসান
  • আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 7

দেবশ্রী মজুমদার, বোলপুর: বিজেপিকে আস্তাকুঁড় বলে কটাক্ষ করলেন অনুব্রত মন্ডল। বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবনে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিজেপি ছাড়া নিয়ে মন্তব্য করতে গিয়ে এদিন অনুব্রত বলেন, রাস্তার কুকুরও নোংরা জায়গায় শোয় না, একজন মানুষ কিভাবে জঞ্জালে থাকবে?  

তিনি বলেন, আসলে দলটা (বিজেপি) জঞ্জালে ভর্তি তো। পরিষ্কার জঞ্জাল। ওই জঞ্জালে ভদ্রলোক থাকা মুশকিল আছে। তারপর, ও মহিলা। ওর পক্ষে থাকা সম্ভব নয়। শ্রাবন্তী কেন, সবাই এক এক করে বিজেপি ছাড়বে। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হবেন।

একই প্রসঙ্গে তিনি হাওড়ার বিজেপি সভাপতি সুরজিত সাহার ‘শুভেন্দু নিন্দা’ নিয়ে বলেন, ২৮ বছর দল করার পর হাওড়াতে দল থেকে তাঁকে বহিষ্কার করা হল। ওখানে একটা চোর ছড়ি ঘোরাচ্ছে। তাই বিজেপি পার্টি এখন জঞ্জালে ভরে গেছে। কেউ আর থাকতে রাজি নয়।

সম্প্রতি তথাগত রায়ের বক্তব্য ‘নারীসঙ্গ আর অর্থ’ বিজেপিকে শেষ করে দিল নিয়ে কোন কথা বলতে চান নি অনুব্রত। তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। আমি তো ওদের দলের মধ্যে ছিলাম না। সেটা ওদের দলের লোক বলতে পারবে।

তবে আগামীদিনে বিশেষ করে পুর নির্বাচনের আগেই ‘ঘর ওয়াপসি’তে যে আরও অনেকে তৃণমূল কংগ্রেসে  ভিড়তে চলেছেন এদিন তারও ইঙ্গিত দেন তিনি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওখানে একটা চোর ছড়ি ঘোরাচ্ছে, শুভেন্দুকে নিশানা অনুব্রতর

আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

দেবশ্রী মজুমদার, বোলপুর: বিজেপিকে আস্তাকুঁড় বলে কটাক্ষ করলেন অনুব্রত মন্ডল। বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবনে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিজেপি ছাড়া নিয়ে মন্তব্য করতে গিয়ে এদিন অনুব্রত বলেন, রাস্তার কুকুরও নোংরা জায়গায় শোয় না, একজন মানুষ কিভাবে জঞ্জালে থাকবে?  

তিনি বলেন, আসলে দলটা (বিজেপি) জঞ্জালে ভর্তি তো। পরিষ্কার জঞ্জাল। ওই জঞ্জালে ভদ্রলোক থাকা মুশকিল আছে। তারপর, ও মহিলা। ওর পক্ষে থাকা সম্ভব নয়। শ্রাবন্তী কেন, সবাই এক এক করে বিজেপি ছাড়বে। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হবেন।

একই প্রসঙ্গে তিনি হাওড়ার বিজেপি সভাপতি সুরজিত সাহার ‘শুভেন্দু নিন্দা’ নিয়ে বলেন, ২৮ বছর দল করার পর হাওড়াতে দল থেকে তাঁকে বহিষ্কার করা হল। ওখানে একটা চোর ছড়ি ঘোরাচ্ছে। তাই বিজেপি পার্টি এখন জঞ্জালে ভরে গেছে। কেউ আর থাকতে রাজি নয়।

সম্প্রতি তথাগত রায়ের বক্তব্য ‘নারীসঙ্গ আর অর্থ’ বিজেপিকে শেষ করে দিল নিয়ে কোন কথা বলতে চান নি অনুব্রত। তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। আমি তো ওদের দলের মধ্যে ছিলাম না। সেটা ওদের দলের লোক বলতে পারবে।

তবে আগামীদিনে বিশেষ করে পুর নির্বাচনের আগেই ‘ঘর ওয়াপসি’তে যে আরও অনেকে তৃণমূল কংগ্রেসে  ভিড়তে চলেছেন এদিন তারও ইঙ্গিত দেন তিনি।