পুবের কলম ওয়েবডেস্ক : অ্যাপে খাবার অর্ডার করেছিলেন। ভেবেছিলেন জমিয়ে খাবেন।কিন্তু সেই খাবার আর এল না।অথচ কেটে নেওয়া হয়েছে টাকা। ক্ষুব্ধ হয়ে সুরাহা চেয়ে মোদি-মমতার দ্বারস্থ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউড সুপারস্টার চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই চিঠি টুইট করেছেন বুম্বাদা।
অনলাইন ফুড অ্যাপ সুইগির বিরুদ্ধে অভিযোগ করেন প্রসেনজিৎ।মোদি-মমতাকে ট্যাগ করে পোস্ট করা সেই চিঠিতে প্রসেনজিৎ লিখেছেন, “৩ নভেম্বর সুইগি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করেছিলাম। কিছুক্ষণ পর মেসেজ আসে, খাবার এসে গিয়েছে। কিন্তু অর্ডার করা খাবার আমার হাতে আসেনি।” এরপরে সংস্থার কাছে অভিযোগ জানান প্রসেনজিৎ। খাবারের দাম ফেরতও পেয়ে যান অভিনেতা।
এখানেই থামতে চান না অভিনেতা।কেন্দ্র ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে তিনি টুইটে মোদী-মমতাকে ট্যাগ করেছেন তিনি। তাঁর মতে, বাংলা শুধু নয়, ভারতের যে কোনও প্রান্তে এধরনের অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। চিঠিতে তিনি লিখেছেন, “কেউ যদি অতিথিদের জন্য খাবার আনাতে এই ধরনের অ্যাপের উপর নির্ভর করেন আর সেই খাবার যদি এসে না পৌঁছয়, কেউ যদি রাতের খাবারের জন্য এই অ্যাপগুলোর উপর নির্ভরশীল থাকেন, তাঁরা কি অভুক্ত থাকবেন?”
কখনও জায়গামতো খাবার না পৌছনো, বা কখনও টাকা কেটে নিলেও খাবার না পাওয়ার অভিযোগ হামেশাই শোনা যায়। তখন সমস্যার কথা ফেসবুক-টুইটারে পোস্ট করে সবার দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা। এক্ষেত্রেও প্রসেনজিৎ তাই করেছেন। বিষয়টি যাতে গুরুত্ব সহকারে দেখা হয়, তার জন্য মোদি-মমতাকে সেই আবেদন করেছেন প্রসেনজিৎ।