পুবের কলম, ওয়েবডেস্কঃ ভাইফোঁটায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সকলকে ভাইফোঁটার শুভেচ্ছা। ভাই ও বোনের মধ্যে এই বিশেষ বন্ধন আরও বেশি করে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হোক।
উল্লেখ্য, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়ে এই মুহূর্তে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাতেই SSkM -এ মৃত্যু হয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের। শুক্রবার গান স্যালুটের মাধ্যমে কেওড়াতলা মহাশ্মশানে তাকে বিদায় জানানো হয়।
অগণিত মানুষ রাজ্যের মন্ত্রীর শেষযাত্রায় শামিল হয়। ছিলেন দলের অনুগামী থেকে বিরোধী দলের নেতারা। শুধু আসেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে মমতা বলেন, কালীপুজোর রাতেই এমন অন্ধকার নেমে এল। জীবনে অনেক বড় বিপর্যয় দেখেছি। কিন্তু সুব্রত’ দার চলে যাওয়া আমার জীবনে চরম বিপর্যয়। সুব্রত দা’র দাহ আমি দেখতে পারব না। প্রিয় মানুষের আমি দাহ দেখতে পারি না।
বৃহস্পতিবার রাতে প্রত্যেকবারের মতো কালীপুজো নিয়ে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় হঠাৎ SSKM থেকে ফোন আসে, সুব্রত মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তখনি পুজো ছেড়ে দৌড়ে হাসপাতালে যান মমতা। হাসপাতালের বাইরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম জানান, সুব্রত দা আর নেই।