পুবের কলম প্রতিবেদকঃ কেন্দ্রীয় আইনমন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে আগে জানানো হয়েছিল যে পুনরায় কলকাতা হাইকোর্টে ফিরছেন বিচারপতি জয়মাল্য বাগচি। আর এই খবর জানতে পেরেই আইনজীবী মহলে যেন আনন্দের শেষ নেই। এবার তিনি কবে থেকে আবার কলকাতা হাইকোর্টের বিচারপতির দাযিত্ব গ্রহণ করবেন তা জানাল কেন্দ্রের আইন ও বিচার মন্ত্রক।
এই দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, যে আগামী ৮ নভেম্বর অর্থাৎ সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন জয়মাল্য বাগচি।
প্রসঙ্গত, দীর্ঘদিন কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করার পরেই তিনি প্রথম কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। এর পরেই গত জানুয়ারি মাসে তাঁকে অন্ধপ্রদেশ হাইকোর্টে বদলি করা হয়।
আইনজীবীদের মতে, তিনি যেভাবে দ্রুত মামলার শুনানি শেষ করতে পারতেন তার ফলে মামলাকারীরা দ্রুতবিচার পান। মূলত ফৌজদারি মামলার বিচারের ক্ষেত্রে তার দক্ষতা সর্বজনগ্রাহ্য। ফলে স্বাভাবিকভাবেই তাকে আবার কলকাতা হাইকোর্টে ফিরে পেয়ে খুশি আইনজীবীরা।
আগামী সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে পুনরায় শপথ নেওয়ার পরেই তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতির দায়িত্ব গ্রহণ করবেন।