পুবের কলম প্রতিবেদকঃ শোক প্রস্তাবে বাংলাদেশের দুর্গাপুজো পালনের সময় হিংসায় মৃত ৯ বাঙালির কথা উল্লেখ না করায় বিধানসভায় প্রতিবাদ মিছিল বিজেপির। গলায় পোস্টার ঝুলিয়ে হাতে মোমবাতি নিয়ে এই ঘটনার প্রতিবাদ করে বিধানসভার ভেতরে মিছিল করেন বিজেপি বিধায়করা। মিছিলে হাঁটেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মিহির গোস্বামী সহ অন্যান্য বিধায়করা।
এদিন মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘এদিন আমরা বিধানসভার অধ্যক্ষকে শোকপ্রস্তাব পাঠিয়েছিলাম। সেখানে বলেছিলাম, আমরা বাঙালি। আমাদের সব থেকে বড় অনুষ্ঠান হল দুর্গোৎসব। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। সেখানে দুর্গাপুজো পালন করতে গিয়ে ৯ জন বাঙালি-সনাতনিকে হত্যা করা হয়েছে। এই শোকপ্রস্তাবে ওই ৯ জনের বিষয়টি রাখার আবেদন করেছিলাম। আমি নিজে চিঠি লিখেছিলাম। কিন্তু, আমার সেই প্রস্তাব গ্রহণ করা হয়নি। তারপরই আমরা বিধানসভার বাইরে মোমবাতি মিছিল করি। আম্বেদকরের মূর্তির সামনে দাঁড়িয়ে মৃত বাঙালিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি।
শুভেন্দু আরও বলেন, ‘আমরা আর বিধানসভা আসব না। তবে বয়কট করছি, সেই কথা বলছি না। তবে আগামী কয়েকদিনে উৎসব রয়েছে রাজ্যে। সেই সব উৎসবে যোগ দেব। কালীপুজো, ভাইফোঁটা, ছটপুজোতে বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে উৎসব পালন করব। ধর্মপালন করব। উৎসবে মানুষের সঙ্গে থাকব। তারপর যদি বিধানসভা চলে তাহলে আমরা যাব। আমরা পিএ কমিটিতে যাই না।’
প্রসঙ্গত, দুর্গাপুজোর সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হিংসার ঘটনা সামনে আসে। মন্দির বাড়ি পুড়িয়ে দেওয়া সহ সংঘর্ষে কয়েকজন মারাও যান বলে অভিযোগ।
এদিন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ করেন এই রাজ্যের বিজেপি বিধায়করা। শুধু তাই নয়, নাম না করে এদিন সরকার পক্ষকে দুষেছেন বিরোধী দলনেতা। তার বক্তব্য, বামেরা ধর্ম মানছেন না। তাদের সময়ও এভাবে সনাতন ধর্মের উৎসবের সময় বিধানসভা চালানো হয়নি। এখন তা করা হচ্ছে কাদের খুশি করতে?