৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মেছুয়া বাজারের অগ্নিকাণ্ড: তদন্তে SIT গঠন

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, বুধবার
  • / 62

পুবের কলম, ওয়েব ডেস্ক: কলকাতার বুকে ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ কালো ধোঁয়াতে ঢেকে যায় মেছুয়া বাজার।  ভয়াবহ আগুনে রীতিমতো গ্যাস চেম্বারে পরিণত হয় শহরের একটি হোটেল। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মৃত্যু হয়েছে ১৪ জনের। পলাতক হোটেলের মালিক।

তবে কি ভাবে আগুন লাগলো ওই হোটেলে? তা এখনও অজানা। এদিন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও।

ঘটনা প্রসঙ্গে, কলকাতার পুলিশ কমিশনার বলেন, ‘এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হবে।’ হোটেল মালিক পলাতক। তাঁর খোঁজ শুরু হয়েছে।

ফিরহাদ হাকিম জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছ থেকে ঘটনার খোঁজ নিয়েছেন। ঘটনার তদন্ত হবে জানিয়ে মেয়র বলেন, “কীভাবে এই ঘটনা ঘটল, তা দমকল ও পুলিশ খতিয়ে দেখবে। এফআইআর হবে। ঘটনার তদন্ত হবে।”

ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ভবিষ্যতে এমন ঘটনা আটকাতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার উপর কড়া নজরদারির জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মেছুয়া বাজারের অগ্নিকাণ্ড: তদন্তে SIT গঠন

আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: কলকাতার বুকে ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ কালো ধোঁয়াতে ঢেকে যায় মেছুয়া বাজার।  ভয়াবহ আগুনে রীতিমতো গ্যাস চেম্বারে পরিণত হয় শহরের একটি হোটেল। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মৃত্যু হয়েছে ১৪ জনের। পলাতক হোটেলের মালিক।

তবে কি ভাবে আগুন লাগলো ওই হোটেলে? তা এখনও অজানা। এদিন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও।

ঘটনা প্রসঙ্গে, কলকাতার পুলিশ কমিশনার বলেন, ‘এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হবে।’ হোটেল মালিক পলাতক। তাঁর খোঁজ শুরু হয়েছে।

ফিরহাদ হাকিম জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কাছ থেকে ঘটনার খোঁজ নিয়েছেন। ঘটনার তদন্ত হবে জানিয়ে মেয়র বলেন, “কীভাবে এই ঘটনা ঘটল, তা দমকল ও পুলিশ খতিয়ে দেখবে। এফআইআর হবে। ঘটনার তদন্ত হবে।”

ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ভবিষ্যতে এমন ঘটনা আটকাতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার উপর কড়া নজরদারির জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।