জঙ্গি হামলার রেশ!
Pahalgam Terror Attack: মুসলিম রোগিকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ কলকাতার ডাক্তারের বিরুদ্ধে

- আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, শনিবার
- / 100
Pahalgam Terror Attack: মুসলিম রোগিকে ফিরিয়ে দিলেন কলকাতার ডাক্তার
পুবের কলম, প্রতিবেদকঃ কাশ্মীরে জঙ্গি (Pahalgam Terror Attack) হামলায় বাঙালির রক্ত ঝরছে। নিরীহ পর্যটক বা কর্তব্যরত বাঙালি জওয়ানের প্রাণ যাচ্ছে। যাঁরা কেউ হিন্দু, কেউ মুসলিম। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় বাঙালি সৈনিক ঝন্টু আলি শেখের মৃত্যুর খবরের মধ্যে মহেশতলায় চাঞ্চল্যকর অভিযোগ। ধর্মীয় পরিচয়ের জন্য মুসলিম রোগিণীকে চিকিৎসা দিতে অস্বীকার করলেন এক চিকিৎসক, এমনই বিস্ফোরক অভিযোগ উঠল মহেশতলায়। ইতিমধ্যে মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রোগিনীর শেখ স্বামী সাইফুল্লা।
অভিযোগ দায়ের থানায়: অন্যদিকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন কঙ্কনার স্বামী। মহেশতলা থানায় অভিযোগ দায়ের করে শেখ সাইফুল্লার বক্তব্য, কঙ্কনা যতবার চিকিৎসকের কাছে গিয়েছেন, ভিজিট দিয়েছেন। এমনকি রিপোর্ট দেখাতে গেলেও তিনি ভিজিটের টাকা দেন। চিকিৎসক মিথ্যে কথা বলছেন বলে অভিযোগ করে সাইফুল্লার বক্তব্য, ধর্মীয় বিদ্বেষ দেখানোর কারণে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি।
Pahalgam Terror Attack: গাইড নাজাকাত হয়ে উঠলেন বিজেপি নেতা অরবিন্দের ত্রাতা
সাত মাসের অন্তঃসত্ত্বা কঙ্কনা খাতুন অভিযোগ করেন, চিকিৎসক চম্পাকলি সরকার ফোনে তাকে অপমান করেন এবং বলেন, ‘যারা আমার ধর্মের লোকজনকে মারে, তাদের আমি কিছুতেই দেখব না!’ এই কথোপকথনের কল রেকর্ডিং ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ডাক্তার চম্পাকলি সরকার অবশ্য দাবি করেছেন, ‘পহেলগাঁও হামলার (Pahalgam Terror Attack ) ঘটনায় উত্তেজিত হয়ে কিছু কথা বলেছিলেন, তবে কোনও মুসলিম রোগীকে চিকিৎসা না করার সিদ্ধান্ত নেননি। তাঁর পালটা অভিযোগ, সম্প্রতি বেশ কয়েকজন মুসলিম রোগীর সঙ্গে ভিজিটের টাকা নিয়ে সমস্যা হয়েছে। তাঁর দাবি, কঙ্কনাও নাকি টাকা দিতে গড়িমসি করছিলেন।
A pregnant Muslim woman in Kolkata was allegedly denied medical treatment by a doctor who cited the recent militant attack in Pahalgam as the reason for the refusal.https://t.co/VzLVYLyVSC pic.twitter.com/yhldELLLpp
— Maktoob (@MaktoobMedia) April 25, 2025
কঙ্কনার স্বামীর অভিযোগ
অন্যদিকে, কঙ্কনার স্বামী শেখ সাইফুল্লা জানান, ‘প্রতিবার চিকিৎসকের ফি নিয়মিত দেওয়া হয়েছে, এমনকী ঘটনার দিন সন্ধ্যায় অনলাইনে ৫০০ টাকা পাঠানো হয়। তাঁর কথায়, ‘ডাক্তারবাবু সম্পূর্ণ মিথ্যা বলছেন। ধর্মীয় বিদ্বেষ থেকেই আমার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন।’
মহেশতলা থানার পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কিনা, তা তদন্তের ভিত্তিতে সিদ্ধান্ত হবে।
স্থানীয় বাসিন্দাদের অনেকে ঘটনার তীব্র নিন্দা করেছেন। তাদের বক্তব্য, পহেলগাঁও হামলার জেরে (Pahalgam Terror Attack) কোনো নিরীহ নাগরিক যাতে বৈষম্যের শিকার না হন, তা নিশ্চিত করা প্রয়োজন। চিকিৎসক ও রোগীর সম্পর্ক ধর্মের ঊর্ধ্বে থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ব্যক্তিরা। পহেলগাঁও হামলার পর থেকে দেশজুড়ে বাড়ছে সাম্প্রদায়িক বিভাজন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন বিদ্বেষ ছড়ালে সামাজিক সম্প্রীতির মারাত্মক ক্ষতি হবে। তাছাড়া ভিন দেশের (পাকিস্তান) জঙ্গিরা হত্যা করল পর্যটকদের, সেখানে এ দেশের মুসলমানদের কীসের দোষ?
View this post on Instagram