দেশকে বাঁচাতে ভাইয়ের আত্মত্যাগে গর্বিত দাদা শফিকুল শেখ
Pahalgam Terror Attack: দাদার কাঁধে চেপে বাড়ি ফিরল শহিদ ঝন্টু শেখের কফিনবন্দি দেহ…

- আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, শনিবার
- / 91
Pahalgam Terror Attack: স্বজন হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়লেন এলাকাবাসী
স্ত্রী বললেন, ‘বদলা চাই’
পুবের কলম,ওয়েবডেস্ক: Pahalgam Terror Attack… দাদার কাঁধে চেপে বাড়ি ফিরল শহিদ ঝন্টু শেখের কফিনবন্দি দেহ।বলা বাহুল্য, দাদা রফিকুল শেখও সেনাবাহিনীতে আছেন। রফিকুল আর্টিলারি রেজিমেন্টের সুবেদার। একবছর হল তাঁরও পোস্টিং কাশ্মীরে। ঝন্টু সেনাবাহিনীতে রয়েছেন ১৪ বছর ধরে।
Pahalgam Terror Attack: শহিদ জওয়ান ঝন্টু আলির পাথরঘাটা গ্রামে কান্নার প্রতিধ্বনি
তাঁর দাদা রফিকুল সেনাবাহিনীতে আছেন ২৮ বছর। দেশকে বাঁচাতে ভাইয়ের আত্মত্যাগে গর্বিত দাদা। এদিন দেহ গ্রামের বাড়িতে পৌঁছাতেই কান্নায় ফেটে পড়েন শহিদের স্ত্রী, বাবা-মা আত্মীয় স্বজন। ভিড় করেন পাথরঘাটা এলাকার প্রচুর মানুষ। সকলের চোখেমুখেই বিষাদের ছায়া (Pahalgam Terror Attack)।
The mortal remains of Havildar Jhantu Ali Sheikh reached his home in Patharghata, Krishnanagar.
Our MLAs Rukbanur Rahman, Ujjal Biswas, Tapas Kumar Saha, and MP Smt. Mahua Moitra were present to offer floral tributes.
Our thoughts and prayers are with his family in this moment… pic.twitter.com/DWHDTNmUG2
— All India Trinamool Congress (@AITCofficial) April 26, 2025
Pope Francis funeral: বিশ্ব নেতারা জড়ো হচ্ছেন ভ্যাটিকানে
বেলা ১১টা নাগাদ বাড়ির এলাকাতেই বীর শহিদকে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। চোখে জল নিয়েও দেশবাসীকে অশান্তি এড়িয়ে সন্ত্রাসবাদের মোকাবিলা করার শপথ নেওয়ার আহ্বান জানান ঝন্টুর দাদা শফিকুল শেখ। স্থানীয় ইদগাহ ময়দানে তাঁর জানাজার প্রস্তুতি শুরু হচ্ছিল বলেই জানা গেছে।
My salute to Hav Jhantu Ali Shaikh of Indian Army who attained Veergati in the ongoing encounter launched in Udhampur area . My heartfelt condolences to your family .You have lived upto the name of your unit , Army and the Nation. We are proud of you and will never forget you.… pic.twitter.com/OKddTvPrEW
— Gen VK Singh (@Gen_VKSingh) April 24, 2025
“আমরাও মুসলিম। কিন্তু ওদের (পাকিস্তান) মনে বিদ্বেষ। ওরা মুসলিম নয়। এর বদলা চাই। না হলে আরও বাচ্চা বাবা হারা হবে!’ —- সদ্য স্বামীহারা স্ত্রী
Escorted mortal remains of Braveheart Jhantu Ali Sheikh, martyred in Udhampur 2 days ago, to his village for last rites this morning. Jai Hind pic.twitter.com/Sn3Ihyf8Mb
— Mahua Moitra (@MahuaMoitra) April 26, 2025

কাঁদতে কাঁদতে স্ত্রী বললেন, “বৃহস্পতিবার সকালেও মেসেজে কথা হয়েছিল। কে জানতো, ওটাই শেষ কথা!” চোখের জল মুছে বললেন, “আমার ছেলেটার মতো আর কোনও সন্তান যেন বাবা হারা না হয়। পাকিস্তানের বদলা চাই।”
এদিন সকালে সেখানে গার্ড অফ অনার দেওয়া পর সকাল সাড়ে ন’টা নাগাদ তেহট্টর পাথরঘাটা গ্রামে পৌঁছয় কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে নিহত সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলির কফিন বন্দি দেহ। পাথরঘাটা তো বটেই ঝণ্টুকে শেষ দেখা দেখতে আগে থেকেই গ্রামে মানুষের উপচে পড়া ভিড় ছিল। কফিনবন্দি ঝণ্টুকে দেখে পরিজনেরা তো বটেই কেঁদে ফেললেন গ্রামবাসীরাও। জানালেন, আগে আগ্রায় পোস্টিং ছিল ঝণ্টু। দেড় বছর আগে কাশ্মীরে পোস্টিং হয় তাঁর। ঝণ্টুর দাদা সফিকুলও রয়েছেন কাশ্মীরের সেনা বাহিনীতে। মাস খানেক আগে শেষবার গ্রামে এসেছিলেন ঝণ্টু।