পাথুরিয়াঘাটায় কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, মৃত ২

- আপডেট : ২১ এপ্রিল ২০২৫, সোমবার
- / 100
পুবের কলম প্রতিবেদকঃ ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার সাক্ষী থাকল শহরবাসী। রবিবার রাত সাড়ে ১০ টা নাগাদ কলকাতার পাথুরিয়াঘাটায় অবস্থিত বহুতল ভবনের একটি কাপড়ের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারতলা ভবনে। অগ্নিকান্ডের খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন এসে কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ ৬৫/এ পাথুরিয়াঘাটা স্ট্রিটের ওই চারতলা ভবনের কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, গুদামে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। পাথুরিয়াঘাটা এলাকার গলিপথ সংকীর্ণ হওয়ায় দমকলের ইঞ্জিন ঢুকতে সমস্যা হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। আগুন নেভানোর পর অই ভবন থেকে দুই ব্যক্তিকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম কিষাণ লাল উপাধ্যায় (৫৮) ও সুনীল কুমার শর্মা (৪৮)।পুলিশ সূত্রের খবর, মৃত দুই ব্যক্তি রাজস্থানের বাসিন্দা।
রাতের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়েই সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাজ্যের পুর ও নগরোন্নায়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে। দমকল ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। পাশাপাশি বহুতল ওই বাণিজ্যিক ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি ও নিরাপত্তা বিধি না মানার অভিযোগ উঠছে ভবনের মালিকের বিরুদ্ধে।