‘বিজেপি ভাইরাস, যার ভ্যাকসিন মমতা বন্দ্যোপাধ্যায়’, এবার দিনহাটায় তোপ অভিষেকের

- আপডেট : ২৫ অক্টোবর ২০২১, সোমবার
- / 14
পুবের কলম ওয়েবডেস্ক : ৩০ অক্টোবর চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এমত অবস্থায় তৃণমূল বিজেপিকে এক ইঞ্চি জায়গা ছড়াতে নারাজ। সোমবার উত্তরবঙ্গের দিনহাটায় নির্বাচনী প্রচারে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । প্রচারের মঞ্চ থেকে তিনি বিজেপিকে করোনা ভাইরাস, শ্যামাপোকার সঙ্গে বিজেপির তুলনা করেন।
একইসঙ্গে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির ‘ভ্যাকসিন’ বলেও উল্লেখ করলেন। তবে শুধু বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েই ক্ষান্ত হননি অভিষেক।একইসঙ্গে কংগ্রেসকেও একহাত নেন তিনি। অভিষেকের কথায়, “করোনা একটা ভাইরাস। বিজেপিও একটা ভাইরাস। করোনার ভ্যাকসিন কোভিশিল্ড আর বিজেপির ভ্যাকসিন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারকে ভাইরাসমুক্ত করুন।”
তিনি আরও বলেন, “বিজেপি হল শ্যামাপোকা। শুধু ভোটের আগে আসে। এর আগে তো কত প্রতিশ্রুতি দিয়েছিল, নারায়ণী সেনা গড়বে, কিছু কি পালন করেছে? এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির পার্থক্য।”
৩০ অক্টোবর কোচবিহারের দিনহাটায় বিধানসভা উপনির্বাচন।গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সাংসদ নিশীথ প্রামাণিক। তবে তিনি তিনি সাংসদ পদ ছাড়েননি।ফলে এই কেন্দ্রে ফের বিধানসভা নির্বাচন হচ্ছে।
অভিষেক বলেন, “মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি।তাই মানুষের ভোটে জিতে বিধায়ক পদ ছেড়ে দিয়েছেন নিশীথ।” এর পরই গেরুয়া শিবিরের সঙ্গে করোনা ভাইরাসের তুলনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
প্রচারে অভিষেক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় দল দেখেন না। আপনারা দেখুন তো, কোন সিপিএম-কংগ্রেস-বিজেপি কর্মী-সমর্থক সরকারি পরিষেবা পায় না? একজনকে দেখিয়ে দিন, আমাদের দলের কর্মীরা বাড়ি গিয়ে পরিষেবা দিয়ে আসবে।”