পুবের কলম ওয়েবডেস্ক : মধ্যপ্রদেশে ওয়েব সিরিজের সেটে গিয়ে প্রতিবাদ জানালেন বজরং দলের কর্মীরা। পরিচালক প্রকাশ ঝা-র নতুন ওয়েব সিরিজের নাম, বিষয়বস্তু নিয়ে ক্ষুব্ধ বজরং দল। তাদের অভিযোগ, ‘‘পরিচালক ওয়েব সিরিজের নাম রেখেছেন ‘আশ্রম’। যা ভারতের এক ঐতিহ্যবাহী ভারতীয় সংস্কৃতি। কোনও একটি আশ্রমে ঘটা অপরাধের জন্য পরিচালক দেশের সব আশ্রমের দুর্নাম করতে পারেন না। ওয়েব সিরিজের ওই নাম রেখে আশ্রম সংস্কৃতির অবমাননা করেছেন ঝা।’’ এই অভিযোগে প্রকাশ ঝার মুখে কালি ছেটাল বজরং দল।
‘আশ্রম’-এ, কি এমন আছে,যার জন্য প্রকাশ ঝা-র মুখে কালি ছেটাল বজরং দল? গল্পে কাল্পনিক শহর কাশীপুরে নিজের সাম্রাজ্য স্থাপন করেছেন স্বঘোষিত গুরু। ‘কাশীপুর ওয়ালে বাবা নিরালা’ নামেই তাঁর পরিচয়। সেই কাশীপুরের নিম্ন মধ্যবিত্ত মানুষদের ভুল বুঝিয়ে নিজের ক্ষমতা বিস্তার করেন ‘বাবা’। খেটে খাওয়া মানুষের দলের কাছে তিনি মসিহা। সেই মানুষেরা যাতে তাঁর নামে সম্পত্তি দান করেন, আশ্রমের উন্নতিতে নিজেদের জীবন উৎসর্গ করেন, নিরন্তর তার চেষ্টা চালান নিরালা বাবা।
কি আছে ‘আশ্রম’ ছবিতে? কেন প্রকাশ ঝা’র মুখে কালি ছেটাল বজরং দল?
পুবের কলম ওয়েবডেস্ক : মধ্যপ্রদেশে ওয়েব সিরিজের সেটে গিয়ে প্রতিবাদ জানালেন বজরং দলের কর্মীরা। পরিচালক প্রকাশ ঝা-র নতুন ওয়েব সিরিজের নাম, বিষয়বস্তু নিয়ে ক্ষুব্ধ বজরং দল। তাদের অভিযোগ, ‘‘পরিচালক ওয়েব সিরিজের নাম রেখেছেন ‘আশ্রম’। যা ভারতের এক ঐতিহ্যবাহী ভারতীয় সংস্কৃতি। কোনও একটি আশ্রমে ঘটা অপরাধের জন্য পরিচালক দেশের সব আশ্রমের দুর্নাম করতে পারেন না। ওয়েব সিরিজের ওই নাম রেখে আশ্রম সংস্কৃতির অবমাননা করেছেন ঝা।’’ এই অভিযোগে প্রকাশ ঝার মুখে কালি ছেটাল বজরং দল।
‘আশ্রম’-এ, কি এমন আছে,যার জন্য প্রকাশ ঝা-র মুখে কালি ছেটাল বজরং দল? গল্পে কাল্পনিক শহর কাশীপুরে নিজের সাম্রাজ্য স্থাপন করেছেন স্বঘোষিত গুরু। ‘কাশীপুর ওয়ালে বাবা নিরালা’ নামেই তাঁর পরিচয়। সেই কাশীপুরের নিম্ন মধ্যবিত্ত মানুষদের ভুল বুঝিয়ে নিজের ক্ষমতা বিস্তার করেন ‘বাবা’। খেটে খাওয়া মানুষের দলের কাছে তিনি মসিহা। সেই মানুষেরা যাতে তাঁর নামে সম্পত্তি দান করেন, আশ্রমের উন্নতিতে নিজেদের জীবন উৎসর্গ করেন, নিরন্তর তার চেষ্টা চালান নিরালা বাবা।
বজরং দলের আহ্বায়ক সুশীল সুরেলে বলেছেন, ‘‘প্রকাশ ঝা তাঁর ওয়েব সিরিজে দেখাচ্ছেন— আশ্রমে এক গুরু মহিলাদের অসম্মান করছেন। গির্জা বা মাদ্রাসার অন্দরমহলে এ রকম একটি গল্প কি দেখাতে পারবেন তিনি? দেখালে কী পরিমাণ প্রতিবাদ আসবে, জানতে চাই। কী মনে করেন তিনি নিজেকে?’’
গেরুয়া তাণ্ডবের কাছে বহুবার আত্মসমর্পণ করেছে বলিউড।পদ্মাবতের কথা সম্ভবত এখনও ভোলেনি কেউ। ছবির নাম বদলাতে বাধ্য হন বনশালি।সেদিন এই চলচিত্র নির্মাতার পাশে দাঁড়াননি কেউ। ফলে মুষ্ঠিভর কর্নি সেনার হাতে আত্মসমপর্ণ করেছিল দেশের শিল্প। যারা সেদিন চুপ করে থেকে কর্নি সেনার সংকীর্ণ হিন্দুত্বকে প্রশ্রয় দিয়েছিলেন তারাই অনেকে তালিবানের ধর্মীয় সংকীর্ণতা নিয়ে কপচাতে থাকে। সংকীর্ণতার বিশেষ ধর্ম হয় না। সব দেশেই এরা রয়েছে।কখনও এরা দেশ প্রেমের ছদ্মবেশ নেয়, কখনও ধর্মের।
সোমবার ভোপালে চলছিল “আশ্রম” সিরিজের তৃতীয় সিজনের শুটি।সেই সময় চলচ্চিত্র নির্মাতা প্রকাশ ঝা এবং তার কলাকুশলীদের উপর হামলা চলে। প্রডিউসার গিল্ড অফ ইন্ডিয়া এবং ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) এই ঘটনার সমালোচনা করেছে। তারা বলেছে, সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।এই ধরনের “সহিংসতার নির্লজ্জ কাজ।”