সুপ্রিম কোর্টের দ্বারস্থ মধ্যশিক্ষা পর্ষদ, চাকরি বাতিলের রায়ে ‘পরিবর্তন’ চেয়ে আবেদন

- আপডেট : ৭ এপ্রিল ২০২৫, সোমবার
- / 118
পুবের কলম, ওয়েবডেস্ক: ২৫ হাজার ৫৭২ জনের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেলটাই বাতিল করা হয়েছে। এবার চাকরি বাতিলের রায়ে পরিবর্তন চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানাল মধ্যশিক্ষা পর্ষদ। এসএসসির রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার আবেদন দাখিল করল পর্ষদ। নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন পর্ষদের। এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর থেকে বলেন, “সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে রাজ্য।”
আরও পড়ুন: ‘যোগ্য’ শিক্ষকদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর, দু’মাসর মধ্যে চাকরির আশ্বাস
সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে আবেদন করা হয়েছে। একসঙ্গে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষককর্মীর চাকরি চলে যাওয়ায় রাজ্যের একাধিক স্কুল সমস্যায় পড়েছে। এই রায়ে স্কুলে শিক্ষক পদ শূন্য হওয়ার পাশাপাশি স্কুলের বর্তমান অবস্থার কথাও আবেদনে উল্লেখ করেছে পর্ষদ। তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ‘যোগ্য’ প্রার্থীরা নিয়োগের পরীক্ষায় বসতে পারবেন। মধ্যশিক্ষা পর্ষদ আবেদনে জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত বা চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত ‘যোগ্য’দের চাকরি করতে দেওয়ার অনুমতির কথা আবেদন জানানো হয়েছে।
সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘যোগ্য’ কর্মহীন শিক্ষকদের নিয়ে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্যদের পাশে থাকার পাশাপাশি স্কুলগুলির বর্তমান পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। যোগ্য-অযোগ্যদের তালিকা দেওয়ার আবেদনও শীর্ষ আদালতে করা হবে বলে জানান তিনি।