আবারও হাজিরা এড়ালেন কুণাল কামরা, এবার কুণালকে বয়কট করল BookMYShow

- আপডেট : ৫ এপ্রিল ২০২৫, শনিবার
- / 49
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের হাজিরা এড়িয়ে গেলেন কৌতুকশিল্পী কুণাল কামরা। শনিবার খার থানায় হাজিরা দেওয়ার কথা ছিল কৌতুকাভিনেতার। এদিন তিনি থানায় হাজিরা দেননি বলে পুলিশ সূত্রে খবর। মুম্বই পুলিশ কুণালকে এই নিয়ে তিনবার সমন পাঠিয়েছিল। সম্প্রতি মুম্বইয়ের হ্যাবিট্যাট স্টুডিয়োতে কৌতুক পরিবেশন করেছিলেন কামরা। মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নাম না করে ‘গদ্দার’ বলেন। জনপ্রিয় হিন্দি গানের প্যারোডির সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। ভাইরাল ভিডিয়ো দেখে ফুঁসে ওঠেন শিন্ডে সমর্থকরা। কুণাল কামরার শো-এর পর হ্যাবিট্যাট স্টুডিয়োতে ভাঙচুর চালায় শিন্ডে সমর্থিত শিবসেনা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশেরও রোষের মুখে পড়েন তিনি। কুণালকে ক্ষমা চাইতে বলেন ফড়ণবিশ। কুণাল কামরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তিনি ক্ষমা চাইবেন না। আইনের পথে পরিস্থিতি মোকাবিলা করবেন।মার্চের ২৪ তারিখ খার থানায় এফআইআর দায়ের করেন শিব সেনা বিধায়ক মুর্জি প্যাটেল। তার ভিত্তিতেই কুণালকে একাধিকবার সমন পাঠায় মুম্বই পুলিশ। গ্রেফতারি এড়াতে আগাম জামিন নেন কৌতুকশিল্পী। মাদ্রাজ হাইকোর্ট কামরাকে ৭ এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন আগাম জামিন দিয়েছে।
পুলিশের সমনের পর এ বার বয়কটের মুখে পড়লেন কৌতুকশিল্পী। তাঁকে বয়কটের ঘোষণা করল অনলাইন টিকিট বুকিং সংস্থা বুকমাইশো। কুণালের যাবতীয় কমেডি কনটেন্ট নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিল এই সংস্থা। এমনকী নিজেদের তালিকাভুক্ত শিল্পীদের মধ্যেও রাখা হচ্ছে না কুণালের নাম। বুকমাইশো থেকে দেশের যে কোন প্রান্ত থেকে কুণালের শো-র টিকিট বুক করা যেত। এবার থেকে তা আর করা যাবে না। বুকমাইশোতে কুণালকে জায়গা না দেওয়ার আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন শিবসেনার যুবনেতা রাহুল এন কানাল। হুঁশিয়ারি দিয়ে রাহুল বলেছেন, “ওর শো-এর টিকিট বিক্রি করা হলে আমরা বুঝব, ওঁর বিভেদমূলক মন্তব্যকে সমর্থন করা হচ্ছে। এতে মানুষের আবেগ এবং শহরের আইনশৃঙ্খলার ওপর প্রভাব পড়বে।” এরপরেই কুণাল কামরার নাম বুকমাইশো থেকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করে বুকমাইশো। এই ঘটনার পর কুণাল কামরা ভবিষ্যতে কী পদক্ষেপ নেন, এখন সেটাই দেখার।