৬ এপ্রিল ভারতে প্রথম উল্লম্ব উত্তোলন সমুদ্র সেতুর উদ্বোধন, প্রধানমন্ত্রী মোদির হাতে সেতুর উদ্বোধন

- আপডেট : ৫ এপ্রিল ২০২৫, শনিবার
- / 61
পুবের কলম, ওয়েবডেস্ক: ৬ এপ্রিল রবিবার উদ্বোধন হতে চলেছে ভারতের প্রথম উল্লম্ব উত্তোলন সমুদ্র সেতু। সেতুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে রামেশ্বরম-তাম্বারম (চেন্নাই) নতুন ট্রেন পরিষেবাও সূচনা করবেন তিনি। প্রায় ২.৮ কিমি বিস্তৃত এই নতুন পম্বন সেতু। এটি মণ্ডপম এবং রামেশ্বরমকে সংযুক্ত করছে। ১০৫ বছরের পুরনো সেতুটিকে রেল এবং সামুদ্রিক চলাচলের জন্য উন্নত অটোমেশনের সঙ্গে প্রতিস্থাপন করা হয়েছে৷ মান্নার উপসাগরে পাথর এবং প্রবাল প্রাচীরের জন্য বড় আকারের জাহাজ চলাচলে সমস্যা তৈরি হয়। ছোট জাহাজ বঙ্গোপসাগর থেকে আরব সাগরের দিকে যাওয়ার ক্ষেত্রে ওই পথ দিয়ে গেলে দূরত্ব অনেকখানি কমে। ১৯১৪ সালে তৈরি হওয়া পুরনো সেতু শেষ দিকে রুগ্ন হয়ে পড়ায় ২০২২ সালে সেখানে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার নতুন প্রযুক্তিতে তৈরি ওই সেতুতে ফের ট্রেন চলবে।
আরও পড়ুন: শ্রীলঙ্কার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী মোদি
রেল মন্ত্রক জানিয়েছে, “পুরনো সেতু ভেঙে নতুন সেতুটি করা হয়েছে। পম্বন সেতুটি এক মনোমুগ্ধকর দৃশ্যের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই রাম নবমীতে, ভারতের প্রথম উল্লম্ব উত্তোলন রেল সমুদ্র সেতু উদ্বোধন করা হবে!” রবিবার দুপুর ১২.৪৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রামেশ্বরমের বিখ্যাত রামানাথস্বামী মন্দির পরিদর্শন করবেন।মন্দিরে পুজো দেবেন তিনি। তারপর দুপুর ১.৩০ মিনিট নাগাদ তামিলনাড়ুতে ৮,৩০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন রেল ও সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
পম্বন সেতুটির সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। রামায়ণ অনুসারে, রামেশ্বরমের কাছে ধনুষ্কোডি থেকে রাম সেতু নির্মাণের সূচনা হয়েছিল। এই সেতুটি বিশ্ব মঞ্চে ভারতীয় প্রযুক্তির অসাধারণ কীর্তি হিসাবে থেকে যাবে। ভবিষ্যতে যাতে দ্বৈত রেলের ট্র্যাক করা যায় সে ডিজাইনও করা হয়েছে। রেল সূত্রের খবর, সমুদ্রের ওপরে নির্মিত নতুন সেতু দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে ট্রেন ছুটতে পারবে। প্রায় ৫৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি নতুন পম্বন সেতুর হাত ধরে পর্যটন এবং বাণিজ্য ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলবে বলেও মনে করছে রেল। প্রসঙ্গত, ২০১৯ সালে নতুন সেতুর পরিকল্পনা করা হয়েছিল। ২০২২ সালে পুরনো পম্বন সেতু বন্ধ করে দেওয়া হয়। নতুন সেতুর নজরদারিতে বিশেষ প্রযুক্তি ছাড়াও থাকছে দিনরাতের কন্ট্রোল রুম।