৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
SSC মামলায় রায় সুপ্রিম কোর্টের
SSC Recruitment Case: ২৬ হাজার চাকরি বাতিল

ইমামা খাতুন
- আপডেট : ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
- / 82
পুবের কলম, ওয়েবডেস্ক: ২৬ হাজার চাকরি বাতিল। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল শীর্ষ আদালত। বলা বাহুল্য, গত বছর এপ্রিল মাসে এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মুহম্মদ ব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।
গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশের সমস্ত নিয়োগ, অর্থাৎ ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। চাকরি যায় ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর। সেই রায়ই বহাল রইল সুপ্রিম কোর্টে। এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এই রায় দেন। শুধু তাই নয়, বেঞ্চ এ দিন জানায় তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।