৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শিল্পীদের কন্ঠরোধ করছে বিজেপি সরকার, নিশানা কুণাল কামরার

চামেলি দাস
  • আপডেট : ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
  • / 39

পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি সরকারকে নিশানা কৌতুকাভিনেতা কুণাল কামরার। মঙ্গলবার মহারাষ্ট্রের বিজেপি সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, “ভিন্নমত পোষণকারী শিল্পীদের নিশানা করছে বিজেপি সরকার।” নাম না করে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সমালোচনা করার পর সোশাল মিডিয়ায় তিনি এই মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ” বাকস্বাধীনতা এবং সৃজনশীলতার কণ্ঠরোধ করা হচ্ছে।” ২ ফেব্রুয়ারি হ্যাবিট্যাট স্টুডিওতে অনুষ্ঠিত কুণাল কামরার স্ট্যান্ড আপ শোয়ে অংশগ্রহণকারীদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ১৭৯ ধারার অধীনে বেশ কয়েকজন দর্শককের বিরুদ্ধে নোটিস জারি করা হয়েছে। তদন্তের স্বার্থে সাক্ষীদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে পুলিশ এমনটাই খবর।

আরও পড়ুন: পুলিশ ও প্রশাসনের নজরদারির অভাবে পাথরপ্রতিমায় বেআইনি বাজি কারখানা

বর্তমানে পুদুচেরিতে থাকেন কৌতুকাভিনেতা কুণাল কামরা। সোমবার মুম্বই পুলিশ তদন্তের স্বার্থে তাঁর বাবা-মার বাড়ি তল্লাশি চালান। বাবা-মার বাড়িতে মুম্বই পুলিশের যাওয়াকে সময়ের অপচয় বলে অভিহিত করেছন কুণাল। ২৫ এবং ২৬ মার্চ খার থানায় হাজিরার জন্য কুণাল কামরাকে নোটিস পাঠিয়েছিল মুম্বই পুলিশ। কামরা থানায় হাজিরা এড়িয়ে যান। মাদ্রাজ হাইকোর্ট তাঁকে ৭ এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তকালীন জামিন দিয়েছে।

২৩ মার্চ, কুণাল কামরা ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলেন। একটি জনপ্রিয় হিন্দি ছবির গানের মাধ্যমে একনাথ শিন্ডেকে কটাক্ষ করা হয়। ভিডিওতে, কামরা শিন্ডের নাম না করে “বিশ্বাসঘাতক” বলে উল্লেখ করেছিলেন। ২০২২ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ এবং পরবর্তীকালে রাজ্যে রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করা হয় ভিডিওতে। কামরা শিন্ডের নাম উল্লেখ না করলেও, মন্তব্যগুলি তাঁকে উদ্দেশ্য করেই বলা হয়েছে বলে মনে করছেন অনেকে। শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠীর সদস্যরা পরের দিন হ্যাবিট্যাট স্টুডিওতে ভাঙচুর চালায়।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিল্পীদের কন্ঠরোধ করছে বিজেপি সরকার, নিশানা কুণাল কামরার

আপডেট : ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি সরকারকে নিশানা কৌতুকাভিনেতা কুণাল কামরার। মঙ্গলবার মহারাষ্ট্রের বিজেপি সরকারের সমালোচনা করে তিনি বলেছেন, “ভিন্নমত পোষণকারী শিল্পীদের নিশানা করছে বিজেপি সরকার।” নাম না করে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সমালোচনা করার পর সোশাল মিডিয়ায় তিনি এই মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ” বাকস্বাধীনতা এবং সৃজনশীলতার কণ্ঠরোধ করা হচ্ছে।” ২ ফেব্রুয়ারি হ্যাবিট্যাট স্টুডিওতে অনুষ্ঠিত কুণাল কামরার স্ট্যান্ড আপ শোয়ে অংশগ্রহণকারীদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ১৭৯ ধারার অধীনে বেশ কয়েকজন দর্শককের বিরুদ্ধে নোটিস জারি করা হয়েছে। তদন্তের স্বার্থে সাক্ষীদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে পুলিশ এমনটাই খবর।

আরও পড়ুন: পুলিশ ও প্রশাসনের নজরদারির অভাবে পাথরপ্রতিমায় বেআইনি বাজি কারখানা

বর্তমানে পুদুচেরিতে থাকেন কৌতুকাভিনেতা কুণাল কামরা। সোমবার মুম্বই পুলিশ তদন্তের স্বার্থে তাঁর বাবা-মার বাড়ি তল্লাশি চালান। বাবা-মার বাড়িতে মুম্বই পুলিশের যাওয়াকে সময়ের অপচয় বলে অভিহিত করেছন কুণাল। ২৫ এবং ২৬ মার্চ খার থানায় হাজিরার জন্য কুণাল কামরাকে নোটিস পাঠিয়েছিল মুম্বই পুলিশ। কামরা থানায় হাজিরা এড়িয়ে যান। মাদ্রাজ হাইকোর্ট তাঁকে ৭ এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তকালীন জামিন দিয়েছে।

২৩ মার্চ, কুণাল কামরা ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলেন। একটি জনপ্রিয় হিন্দি ছবির গানের মাধ্যমে একনাথ শিন্ডেকে কটাক্ষ করা হয়। ভিডিওতে, কামরা শিন্ডের নাম না করে “বিশ্বাসঘাতক” বলে উল্লেখ করেছিলেন। ২০২২ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ এবং পরবর্তীকালে রাজ্যে রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করা হয় ভিডিওতে। কামরা শিন্ডের নাম উল্লেখ না করলেও, মন্তব্যগুলি তাঁকে উদ্দেশ্য করেই বলা হয়েছে বলে মনে করছেন অনেকে। শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠীর সদস্যরা পরের দিন হ্যাবিট্যাট স্টুডিওতে ভাঙচুর চালায়।