আর্থিক দুর্নীতি নিয়ে প্রশ্ন করে অসমে গ্রেফতার সাংবাদিক, একাধিক ধারায় মামালা পুলিশের

- আপডেট : ২৬ মার্চ ২০২৫, বুধবার
- / 104
পুবের কলম, ওয়েবডেস্ক: অসমে সাংবাদিক গ্রেফতার। আর্থিক দুর্নীতি নিয়ে সমবায় ব্যাঙ্কের এমডিকে প্রশ্ন করায় একাধিক ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে দিলওয়ার হোসেন মজুমদার নামের এক সাংবাদিককে। অসমের এক ডিজিটাল নিউজ পোর্টালে কর্মরত আছেন তিনি। বুধবার সাংবাদিক দিলওয়ারকে গ্রেফতার করেছে অসম পুলিশ।
আরও পড়ুন: কথা বলতে দেওয়া হচ্ছে না, কণ্ঠরোধের বিরুদ্ধে সংসদে সরব রাহুল
গুয়াহাটির অসম কো-অপারেটিভ অ্যাপেক্স ব্যাঙ্ক লিমিটেডের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। মঙ্গলবার অসম জাতীয় পরিষদের যুব শাখা এবং জাতীয় যুব শক্তি ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখায়। এই সময়ে ‘দ্য ক্রস কারেন্ট’ এর প্রধান সংবাদদাতা দিলওয়ার হোসেন মজুমদার ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহ করেন। পরে ব্যাঙ্কের এমডিকে আর্থিক অনিয়ম নিয়ে প্রশ্ন করেন তিনি। অপ্রিয় প্রশ্ন করার তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
মঙ্গলবার বিকেলে পানবাজার থানায় ডেকে পাঠানো হয়েছিল সাংবাদিককে। নয় ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর মধ্যরাতে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দিয়ে সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, একটি অভিযোগের ভিত্তিতে দিলওয়ারকে গ্রেফতার করা হয়। ওই সাংবাদিক ইচ্ছাকৃতভাবে অভিযোগকারীকে অপমান করেছেন। যিনি আবার তফসিলি উপজাতির অন্তর্গত। সাক্ষীদের প্রভাবিত করা এবং প্রমাণ নষ্ট করা আটকাতে এই গ্রেফতার জরুরি ছিল বলে জানিয়েছে পুলিশ।
বিশ্বে প্রেস স্বাধীনতার নিরিখে ভারতের স্থান ১৫৯ নম্বরে। বিজেপির শাসনকালে বারবার প্রেসের কণ্ঠরোধ করার অভিযোগ উঠেছে। সাংবাদিক নিগ্রহের পরিমাণ বহুগুণ বেড়ে গেছে বলেও অনেকেই মনে করছেন।