৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

টিআরপির খেলায় হয়রানি, ক্ষমা চাওয়া উচিত মিডিয়ার: সুশান্ত মামলায় মুক্তি পেতেই রিয়ার পাশে দিয়া

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ মার্চ ২০২৫, সোমবার
  • / 107

পুবের কলম, ওয়েবডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আত্মহত্যাই। আদালতে তদন্তের রিপোর্ট জমা দিয়ে তদন্তে ইতি টেনেছে সিবিআই। সেই সঙ্গে মমলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সুশান্তের প্রেমিকা ও মামলার অন্যতম অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে। রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানেশিণ্ডে জানিয়েছেন, “আমরা সিবিআইয়ের কাছে কৃতজ্ঞ। মামলার প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে ইতি টানার জন্য। সোশাল মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় যে পরিমাণ মিথ্যা প্রচার করা হয়েছিল তার কোনও প্রয়োজন ছিল না।”

আরও পড়ুন: মুসলিম সংরক্ষণ বিল নিয়ে উত্তপ্ত সংসদ, কার্যবিবরণী ছাড়াই মুলতবি রাজ্যসভা

২০২০ সালের ১৪ জুন মৃত্যু হয় বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। সুশান্তর মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। সুশান্তর মৃত্যুতে দায়ী করা হয়  প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। সোশাল মিডিয়ায় অভিনেত্রী রিয়ার বিরুদ্ধে নানা প্ররোচনামূলক প্রচার চালানো হয়। সুশান্ত মৃত্যু মামলা থেকে রেহাই পাওয়ার পর এবার রিয়ার পাশে দাঁড়ালেন অভিনেত্রী দিয়া মির্জা। নিজের সোশাল মিডিয়ায় সংবাদমাধ্যমের একাংশের মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। দিয়া লিখেছেন, “সংবাদমাধ্যমকে রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে। টিআরপি বাড়ানোর জন্য সে সময় নিজেদের হাতে অশুভ শক্তি বিনাশের দায়িত্ব তুলে নিয়েছিল তারা। রিয়া ও তাঁর পরিবার যে গভীর যন্ত্রণা ও হয়রানির শিকার হয়েছিল, তার দায় কে নেবে! আপনারা পারলে ক্ষমা চান।”

উল্লেখ্য, সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবার রিয়ার বিরুদ্ধে মামলা করে। সুশান্তের বাবা এবং সুশান্তের দিদিরা আলাদা আলাদা মামলা করেন। অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সেই সময় ২৭ দিন জেলও হয়। অবশেষে সব অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন রিয়া।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টিআরপির খেলায় হয়রানি, ক্ষমা চাওয়া উচিত মিডিয়ার: সুশান্ত মামলায় মুক্তি পেতেই রিয়ার পাশে দিয়া

আপডেট : ২৪ মার্চ ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আত্মহত্যাই। আদালতে তদন্তের রিপোর্ট জমা দিয়ে তদন্তে ইতি টেনেছে সিবিআই। সেই সঙ্গে মমলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সুশান্তের প্রেমিকা ও মামলার অন্যতম অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে। রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানেশিণ্ডে জানিয়েছেন, “আমরা সিবিআইয়ের কাছে কৃতজ্ঞ। মামলার প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে ইতি টানার জন্য। সোশাল মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় যে পরিমাণ মিথ্যা প্রচার করা হয়েছিল তার কোনও প্রয়োজন ছিল না।”

আরও পড়ুন: মুসলিম সংরক্ষণ বিল নিয়ে উত্তপ্ত সংসদ, কার্যবিবরণী ছাড়াই মুলতবি রাজ্যসভা

২০২০ সালের ১৪ জুন মৃত্যু হয় বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। সুশান্তর মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। সুশান্তর মৃত্যুতে দায়ী করা হয়  প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। সোশাল মিডিয়ায় অভিনেত্রী রিয়ার বিরুদ্ধে নানা প্ররোচনামূলক প্রচার চালানো হয়। সুশান্ত মৃত্যু মামলা থেকে রেহাই পাওয়ার পর এবার রিয়ার পাশে দাঁড়ালেন অভিনেত্রী দিয়া মির্জা। নিজের সোশাল মিডিয়ায় সংবাদমাধ্যমের একাংশের মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। দিয়া লিখেছেন, “সংবাদমাধ্যমকে রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে। টিআরপি বাড়ানোর জন্য সে সময় নিজেদের হাতে অশুভ শক্তি বিনাশের দায়িত্ব তুলে নিয়েছিল তারা। রিয়া ও তাঁর পরিবার যে গভীর যন্ত্রণা ও হয়রানির শিকার হয়েছিল, তার দায় কে নেবে! আপনারা পারলে ক্ষমা চান।”

উল্লেখ্য, সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবার রিয়ার বিরুদ্ধে মামলা করে। সুশান্তের বাবা এবং সুশান্তের দিদিরা আলাদা আলাদা মামলা করেন। অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সেই সময় ২৭ দিন জেলও হয়। অবশেষে সব অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন রিয়া।