৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চৈতি-র (Chaiti Ghoshal) নির্দেশনাতেই এবার ‘রক্তকরবী’

সুস্মিতা
  • আপডেট : ২৩ মার্চ ২০২৫, রবিবার
  • / 112

নন্দিনীর চরিত্রে অভিনয় চৈতির

আবুল খায়ের: নয়া রূপে মঞ্চস্থ হতে চলেছে রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’ নাটক। আগামী ৫ এপ্রিল অ্যাকাডেমিতে এই নাটকের প্রথম মঞ্চায়ন। নাটকটির  সম্পাদনা ও নির্দেশনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অভিনেত্রী চৈতি ঘোষাল (Chaiti Ghoshal)। ‘রক্তকরবী’ সঙ্গে চৈতির যোগসূত্র বহু দিনের। তৃপ্তি মিত্রের তত্ত্বাবধানে মঞ্চস্থ হওয়া এই নাটকে নন্দিনীর চরিত্রে অভিনয় করেছেন। তখন তিনি ছিলেন দশম শ্রেনির ছাত্রী। তারপর পরিচালক গৌতম হালদারের নির্দেশনাতেও এই নাটকের নন্দিনী চরিত্রে মঞ্চ কাঁপিয়েছেন চৈতি (Chaiti Ghoshal)। প্রায় দু’শো উপর সফল শো হয় সেই নাটকের। ২০২৩ সালে গৌতম হালদারের জীবনাবসান হয়।

আরও পড়ুন: অরিজিতের অনুষ্ঠানে জারি নানা নিষেধাজ্ঞা, জেনে নিন কী কী সেই নিষেধাজ্ঞা

একশো বছর আগে রচিত সেই নবরূপায়ণ বিষয়ে শনিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় কলকাতা প্রেসক্লাবে। এ দিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার, প্রচেত গুপ্ত এবং বিশিষ্ট মিউজিক কম্পোজার দেবজ্যোতি মিশ্র। যিনি এই নাটকের সঙ্গীতের দায়িত্বে আছেন। নির্দেশক চৈতি ঘোষাল (Chaiti Ghoshal) সাংবাদিক সম্মেলনের শুরুতেই বলেন, একশো বছর আগের রচিত নাটকের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করতেই আজকের এই আয়োজন। আমরা উপস্থিত বিশিষ্টজনদের কাছে শুনতেই এসেছি।

আরও পড়ুন: আত্মহত্যাই করেছেন সুশান্ত সিং, প্রমাণ না থাকায় মামলা বন্ধ করল সিবিআই

নাটকটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আবুল বাশার। প্রসঙ্গক্রমে রবীন্দ্র সাহিত্যের তত্ত্ব ও বাস্তবতা নিয়েও আলোচনা করেন। অন্যদিকে সাহিত্যিক প্রচেত গুপ্ত নিজেকে দর্শক হিসাবে উল্লেখ করে বলেন নাটকটি দেখার জন্য তিনি উদগ্রীব হয়ে আছেন। পাশাপাশি তিনি আয়োজকদের ধন্যবাদজ্ঞাপন করেন। দেবজ্যোতি মিশ্র জানান, এই নাটকে সংগীত নিয়ে বেশ কিছু নতুন কাজ করা হয়েছে। যেগুলি দর্শক শ্রোতাদের ভালো লাগবে বলেই তিনি মনে করেন। এ দিনের সাংবাদিক সম্মেলন থেকেই থেকেই নাটকের পোস্টার রিলিজ করা হয় উল্লেখ্য, এই নাটকে রাজার চরিত্রে অভিনয় করবেন দেবেশ রায়চৌধুরী। অন্যান্য চরিত্রে রয়েছেন জীবন সাহা, পার্থ মুখোপাধ্যায়, পবিত্র কুমার প্রমুখ। মঞ্চ সজ্জা ও পোশাক পরিকল্পনায় দেবব্রত মাইতি এবং নৃত্য পরিকল্পনায় সুকল্যাণ ভট্টাচার্য।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চৈতি-র (Chaiti Ghoshal) নির্দেশনাতেই এবার ‘রক্তকরবী’

আপডেট : ২৩ মার্চ ২০২৫, রবিবার

নন্দিনীর চরিত্রে অভিনয় চৈতির

আবুল খায়ের: নয়া রূপে মঞ্চস্থ হতে চলেছে রবীন্দ্রনাথের ‘রক্তকরবী’ নাটক। আগামী ৫ এপ্রিল অ্যাকাডেমিতে এই নাটকের প্রথম মঞ্চায়ন। নাটকটির  সম্পাদনা ও নির্দেশনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন অভিনেত্রী চৈতি ঘোষাল (Chaiti Ghoshal)। ‘রক্তকরবী’ সঙ্গে চৈতির যোগসূত্র বহু দিনের। তৃপ্তি মিত্রের তত্ত্বাবধানে মঞ্চস্থ হওয়া এই নাটকে নন্দিনীর চরিত্রে অভিনয় করেছেন। তখন তিনি ছিলেন দশম শ্রেনির ছাত্রী। তারপর পরিচালক গৌতম হালদারের নির্দেশনাতেও এই নাটকের নন্দিনী চরিত্রে মঞ্চ কাঁপিয়েছেন চৈতি (Chaiti Ghoshal)। প্রায় দু’শো উপর সফল শো হয় সেই নাটকের। ২০২৩ সালে গৌতম হালদারের জীবনাবসান হয়।

আরও পড়ুন: অরিজিতের অনুষ্ঠানে জারি নানা নিষেধাজ্ঞা, জেনে নিন কী কী সেই নিষেধাজ্ঞা

একশো বছর আগে রচিত সেই নবরূপায়ণ বিষয়ে শনিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় কলকাতা প্রেসক্লাবে। এ দিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার, প্রচেত গুপ্ত এবং বিশিষ্ট মিউজিক কম্পোজার দেবজ্যোতি মিশ্র। যিনি এই নাটকের সঙ্গীতের দায়িত্বে আছেন। নির্দেশক চৈতি ঘোষাল (Chaiti Ghoshal) সাংবাদিক সম্মেলনের শুরুতেই বলেন, একশো বছর আগের রচিত নাটকের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করতেই আজকের এই আয়োজন। আমরা উপস্থিত বিশিষ্টজনদের কাছে শুনতেই এসেছি।

আরও পড়ুন: আত্মহত্যাই করেছেন সুশান্ত সিং, প্রমাণ না থাকায় মামলা বন্ধ করল সিবিআই

নাটকটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আবুল বাশার। প্রসঙ্গক্রমে রবীন্দ্র সাহিত্যের তত্ত্ব ও বাস্তবতা নিয়েও আলোচনা করেন। অন্যদিকে সাহিত্যিক প্রচেত গুপ্ত নিজেকে দর্শক হিসাবে উল্লেখ করে বলেন নাটকটি দেখার জন্য তিনি উদগ্রীব হয়ে আছেন। পাশাপাশি তিনি আয়োজকদের ধন্যবাদজ্ঞাপন করেন। দেবজ্যোতি মিশ্র জানান, এই নাটকে সংগীত নিয়ে বেশ কিছু নতুন কাজ করা হয়েছে। যেগুলি দর্শক শ্রোতাদের ভালো লাগবে বলেই তিনি মনে করেন। এ দিনের সাংবাদিক সম্মেলন থেকেই থেকেই নাটকের পোস্টার রিলিজ করা হয় উল্লেখ্য, এই নাটকে রাজার চরিত্রে অভিনয় করবেন দেবেশ রায়চৌধুরী। অন্যান্য চরিত্রে রয়েছেন জীবন সাহা, পার্থ মুখোপাধ্যায়, পবিত্র কুমার প্রমুখ। মঞ্চ সজ্জা ও পোশাক পরিকল্পনায় দেবব্রত মাইতি এবং নৃত্য পরিকল্পনায় সুকল্যাণ ভট্টাচার্য।