Eid al-Fitr: ৮ দিন বন্ধ থাকবে সীমান্ত বাণিজ্য

- আপডেট : ২২ মার্চ ২০২৫, শনিবার
- / 144
পেট্রাপোল স্থলবন্দর
এম এ হাকিম, বনগাঁ: আসন্ন ঈদ-উল-ফিতর (Eid al-Fitr) উপলক্ষে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের মধ্যে ৮ দিন বন্ধ থাকবে সীমান্ত বাণিজ্য। বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনেরই মধ্যে ২৯ মার্চ শনিবার থেকে ৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার কথা ঘোষণা করেছে। এছাড়া ২৮ মার্চ ও ৪ এপ্রিল জুম্মাবার অর্থাৎ শুক্রবার হওয়ায় ওই দু’দিন সাপ্তাহিক ছুটি। এর ফলে ঈদ (Eid al-Fitr) উপলক্ষে পেট্রাপোল স্থলবন্দর এবং বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের মধ্যে একটানা ৮ দিন বন্ধ থাকবে এক্সপোর্ট-ইমপোর্ট সংক্রান্ত কাজকর্ম। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী। তিনি বলেন, ‘ঈদের (Eid al-Fitr) ছুটির বিষয়টি বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে।’
আরও পড়ুন: শেষ মুহূর্তে কী পিছিয়ে যাচ্ছে Mamata-র বিলেত সফর
প্রসঙ্গত, ভারতের পেট্রাপোল স্থলবন্দর থেকে বিভিন্ন পণ্যসামগ্রী নিয়ে দৈনিক ৩০০ থেকে ৩৫০ টি রফতানির ট্রাক বাংলাদেশের বেনাপোল স্থল বন্দরে যায়। অন্যদিকে, বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর থেকে দৈনিক ১৫০ থেকে ২০০টি পণ্যবাহী আমদানির ট্রাক ভারতের পেট্রাপোল স্থলবন্দরে আসে। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম স্থল বন্দর হল পেট্রাপোল স্থলবন্দর। ভারতের পেট্রাপোল স্থল বন্দর এবং বাংলাদেশের বেনাপোল স্থল বন্দর করিডোর কার্যত দু’দেশের স্থলবাণিজ্যের প্রধান কেন্দ্র। দু’দেশের স্থলবাণিজ্যের কমপক্ষে ৩০ শতাংশই সম্পন্ন হয় এখান দিয়ে।