বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি? জানুন

- আপডেট : ২১ মার্চ ২০২৫, শুক্রবার
- / 251
পুবের কলম ওয়েবডেস্ক: বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড (Finland)। এ নিয়ে টানা অষ্টমবারের মতো সুখী দেশের তালিকায় শীর্ষে রয়েছে দেশটি। ওয়ার্ল্ড হ্যাপিনেস ২০২৫-এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ বছর তালিকায় থাকা ১৪৭টি দেশের মধ্যে সবার শেষে রয়েছে আফগানিস্তান।
২০ মার্চ ‘আন্তর্জাতিক সুখ দিবস’ বা ‘বিশ্ব সুখী দিবস’। ২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ২০ মার্চকে আন্তর্জাতিক সুখ দিবস হিসেবে ঘোষণা করা হয়। তার পর থেকে প্রতিবছর জাতিসংঘ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে আসছে। সুখী দেশের তালিকায় ফিনল্যান্ডের (Finland) পরেই রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড এবং সুইডেন। মানুষের জীবনযাত্রার মানের ওপর ভিত্তি করেই এই তালিকা তৈরি করা হয়েছে।এবার কোস্টারিকা ও মেক্সিকো প্রথমবারের মতো শীর্ষ ১০-এর তালিকায় উঠে এসেছে। দেশ দুটি যথাক্রমে ৬ষ্ঠ ও ১০ম স্থানে রয়েছে। তালিকার ৭ম অবস্থানে আছে নরওয়ে এবং ইসরায়েলের অবস্থান ৮তম। অপরদিকে ৯ম অবস্থানে রয়েছে লুক্সেমবার্গ।
আরও পড়ুন: ইসরাইলের বিমানঘাঁটিতে Houthi-র হামলা
এদিকে আফগানিস্তান আবারও বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে স্থান পেয়েছে। তালিকার একেবারে শেষ স্থানে রয়েছে দেশটি। তালিকার ১৩৮তম দেশ লেসোথো, ১৩৯তম অবস্থানে কমোরোস, ১৪০তম অবস্থানে ইয়েমেন, ১৪১তম স্থানে কঙ্গো, ১৪২তম অবস্থানে বতসোয়ানা, ১৪৩তম অবস্থানে জিম্বাবুয়ে, ১৪৪তম স্থানে মালাউয়ি, ১৪৫তম স্থানে লেবানন, ১৪৬তম স্থানে সিয়েরা লিওন এবং ১৪৭তম স্থানে রয়েছে আফগানিস্তান।
আরও পড়ুন: Heathrow Airport-এ অগ্নিকাণ্ড: বাতিল একাধিক উড়ান, ভোগান্তিতে যাত্রীরা
১৪০টির বেশি দেশ থেকে জরিপের মাধ্যমে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়। সবচেয়ে সুখী দেশ নির্ধারণের জন্য ৬টি সূচক যাচাই করা হয়। এই সূচকগুলো হলো- মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সহায়তা, সুস্থ জীবনযাপনের প্রত্যাশা, জীবনযাপনের ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, বদান্যতা, দুর্নীতি নিয়ে মনোভাব ইত্যাদি।এই সূচকের ভিত্তিতে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হল ফিনল্যান্ড (Finland)।