৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মহাকাশ স্টেশনে সঙ্গীদের দেখে কী করলেন Sunita Williams-রা?

সুস্মিতা
  • আপডেট : ১৬ মার্চ ২০২৫, রবিবার
  • / 75

পুবের কলম ওয়েবডেস্ক: স্পেস স্টেশনে চার মহাকাশচারী বন্ধুদের দেখে আবেগাপ্লুত সুনীতারা (Sunita Williams)।ভারতীয় সময় অনুসারে রবিবার সকাল ৯টা ৩৫মিনিটে মহাকাশের আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে গিয়েছে ইলন মাস্কের পাঠানো মহাকাশযান। স্টেশনের ভিতরে চার মহাকাশচারী পৌঁছতেই উচ্ছ্বসিত হয়ে পড়েন সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও বুচ উইলমোর। আবেগ তাড়িত হয়ে পড়েন তাঁরা। বন্ধুদের স্বাগত জানিয়ে তাঁদের নিতে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন দু’জন। তাঁদের উচ্ছ্বাসের সেই মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়। মার্কিন টিভি চ্যানেলে তা সরাসরি সম্প্রচারিতও হয়েছে।

নাসা যে ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে, মহাকাশযানের দরজা খুলে একে একে বেরিয়ে আসছেন চার মহাকাশচারী। তাঁদের জন্য অপেক্ষা করছেন সুনীতা (Sunita Williams), বুচ এবং বাকিরা। মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তি না-থাকায় তাঁরা সকলেই ভাসছেন। ভাসতে ভাসতেই একে অপরকে জড়িয়ে ধরছেন। কেউ কেউ উচ্ছ্বাসে হাততালি দিয়ে উঠছেন। খুশি ধরা পড়ছে তাঁদের চোখেমুখে।

আরও পড়ুন: পৌঁছে গেল ইলন মাস্কের মহাকাশযান, পৃথিবীতে কবে ফিরছেন Sunita Williams-রা?

নাসা সূত্রে খবর, আগামী বুধবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর দেড়টা নাগাদ সুনীতা-সহ (Sunita Williams) চার জনকে নিয়ে আবার পৃথিবীর উদ্দেশে রওনা দেবে স্পেসএক্সের মহাকাশযান। সুনীতাদের সঙ্গে ফিরবেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজ়ান্ডার গর্বুনভ।

গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা (Sunita Williams) এবং বুচ। তারপরই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে  সুনীতাদের ফিরে আসা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে মহাকাশে আটকে পড়েন সুনীতা এবং বুচ। কেটে গেছে প্রায় নয় মাস। মহাকাশ থেকে বিভিন্ন সময়ে নানা ভাবে বার্তা দিয়েছেন সুনীতা এবং বুচ। সাংবাদিক বৈঠকও করেছেন। এখন তাঁদের ফেরার অপেক্ষায় রয়েছে সারা বিশ্ব।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহাকাশ স্টেশনে সঙ্গীদের দেখে কী করলেন Sunita Williams-রা?

আপডেট : ১৬ মার্চ ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: স্পেস স্টেশনে চার মহাকাশচারী বন্ধুদের দেখে আবেগাপ্লুত সুনীতারা (Sunita Williams)।ভারতীয় সময় অনুসারে রবিবার সকাল ৯টা ৩৫মিনিটে মহাকাশের আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে গিয়েছে ইলন মাস্কের পাঠানো মহাকাশযান। স্টেশনের ভিতরে চার মহাকাশচারী পৌঁছতেই উচ্ছ্বসিত হয়ে পড়েন সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও বুচ উইলমোর। আবেগ তাড়িত হয়ে পড়েন তাঁরা। বন্ধুদের স্বাগত জানিয়ে তাঁদের নিতে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন দু’জন। তাঁদের উচ্ছ্বাসের সেই মুহূর্ত ধরা পড়েছে ক্যামেরায়। মার্কিন টিভি চ্যানেলে তা সরাসরি সম্প্রচারিতও হয়েছে।

নাসা যে ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে, মহাকাশযানের দরজা খুলে একে একে বেরিয়ে আসছেন চার মহাকাশচারী। তাঁদের জন্য অপেক্ষা করছেন সুনীতা (Sunita Williams), বুচ এবং বাকিরা। মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তি না-থাকায় তাঁরা সকলেই ভাসছেন। ভাসতে ভাসতেই একে অপরকে জড়িয়ে ধরছেন। কেউ কেউ উচ্ছ্বাসে হাততালি দিয়ে উঠছেন। খুশি ধরা পড়ছে তাঁদের চোখেমুখে।

আরও পড়ুন: পৌঁছে গেল ইলন মাস্কের মহাকাশযান, পৃথিবীতে কবে ফিরছেন Sunita Williams-রা?

নাসা সূত্রে খবর, আগামী বুধবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর দেড়টা নাগাদ সুনীতা-সহ (Sunita Williams) চার জনকে নিয়ে আবার পৃথিবীর উদ্দেশে রওনা দেবে স্পেসএক্সের মহাকাশযান। সুনীতাদের সঙ্গে ফিরবেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজ়ান্ডার গর্বুনভ।

গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা (Sunita Williams) এবং বুচ। তারপরই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে  সুনীতাদের ফিরে আসা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে মহাকাশে আটকে পড়েন সুনীতা এবং বুচ। কেটে গেছে প্রায় নয় মাস। মহাকাশ থেকে বিভিন্ন সময়ে নানা ভাবে বার্তা দিয়েছেন সুনীতা এবং বুচ। সাংবাদিক বৈঠকও করেছেন। এখন তাঁদের ফেরার অপেক্ষায় রয়েছে সারা বিশ্ব।