৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পৌঁছে গেল ইলন মাস্কের মহাকাশযান, পৃথিবীতে কবে ফিরছেন Sunita Williams-রা?

সুস্মিতা
  • আপডেট : ১৬ মার্চ ২০২৫, রবিবার
  • / 67

পুবের কলম ওয়েবডেস্ক: গত ন’মাস ধরে সুনীতারা (Sunita Williams) আটকে রয়েছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। শীঘ্রই পৃথিবীতে ফিরতে চলেছেন ভারতীয় বংশোদ্ভুত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস (Sunita Williams) এবং বুচ উইলমোর। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছে গিয়েছে ইলন মাস্কের ফ্যালকন ৯ রকেট। যার মধ্যে থাকা ক্রিউ-১০ মহাকাশযানে চেপে পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর।

আরও পড়ুন: Al-Aqsa TV-র উপর ইউএস-ইউ নিষেধাজ্ঞা

সুনীতাদের (Sunita Williams) আনতে শনিবার ভোরে (ভারতীয় সময়) ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। ভারতীয় সময় অনুসারে রবিবার সকাল ৯টা ৩৫মিনিটে মহাকাশে নেমেছে রকেটটি। তার জন্য ঘণ্টাখানেক সময় লেগেছে। সকাল ১০টা ৩৫ মিনিটে ক্রিউ-১০-এর দরজাটি খোলে। তার পরেই বেরিয়ে আসেন ওই চার জন।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর দেড়টা নাগাদ সুনীতা-সহ সুনীতারা (Sunita Williams) চার জনকে নিয়ে আবার পৃথিবীর উদ্দেশে রওনা দেবে স্পেসএক্সের মহাকাশযান।

https://www.instagram.com/the_engineer_bro/reel/DHQEu4aR-za/?__coig_challenged=1

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পৌঁছে গেল ইলন মাস্কের মহাকাশযান, পৃথিবীতে কবে ফিরছেন Sunita Williams-রা?

আপডেট : ১৬ মার্চ ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: গত ন’মাস ধরে সুনীতারা (Sunita Williams) আটকে রয়েছেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। শীঘ্রই পৃথিবীতে ফিরতে চলেছেন ভারতীয় বংশোদ্ভুত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস (Sunita Williams) এবং বুচ উইলমোর। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছে গিয়েছে ইলন মাস্কের ফ্যালকন ৯ রকেট। যার মধ্যে থাকা ক্রিউ-১০ মহাকাশযানে চেপে পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়ামস, বুচ উইলমোর।

আরও পড়ুন: Al-Aqsa TV-র উপর ইউএস-ইউ নিষেধাজ্ঞা

সুনীতাদের (Sunita Williams) আনতে শনিবার ভোরে (ভারতীয় সময়) ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে রকেট উৎক্ষেপণ করা হয়েছিল। ভারতীয় সময় অনুসারে রবিবার সকাল ৯টা ৩৫মিনিটে মহাকাশে নেমেছে রকেটটি। তার জন্য ঘণ্টাখানেক সময় লেগেছে। সকাল ১০টা ৩৫ মিনিটে ক্রিউ-১০-এর দরজাটি খোলে। তার পরেই বেরিয়ে আসেন ওই চার জন।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর দেড়টা নাগাদ সুনীতা-সহ সুনীতারা (Sunita Williams) চার জনকে নিয়ে আবার পৃথিবীর উদ্দেশে রওনা দেবে স্পেসএক্সের মহাকাশযান।

https://www.instagram.com/the_engineer_bro/reel/DHQEu4aR-za/?__coig_challenged=1