পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের আগুনের গ্রাসে কলকাতা। শুক্রবার চেতলার একটি ঝুপড়িতে দুপুর ১.১৫ নাগাদ আগুন লাগে। ঘটনায় এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মোট ৫ জন জখম হয়েছে। এদের মধ্যে তিনজন শিশু। পাঁচজনকে নিয়ে যাওয়া হয়েছে sskm-এ। এর মধ্যে একজন শিশুর অবস্থা আশঙ্কাজনক।
ঘটনাস্থলে রয়েছে দমকলের ৪টি ইঞ্জিন। এদিকে আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন দমকলের কর্মীরা। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। গ্যাস সিলিন্ডার লিক করে এই বিপত্তি ঘটেছে বলেই প্রাথমিক তদন্তে দমকলের অনুমান।
আগুন যাতে ভয়াবহ রূপ নিতে না পারে– তাই ঝুপড়ির ঘর থেকে সিলিন্ডার বের করে দেওয়া হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে যান মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর তৎপরতাতেই জখমদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করা হয় বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের।