গান্ধি পরিবারের নির্দিষ্ট কোনও ধর্ম নেই: বিজেপি মন্ত্রী

- আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার
- / 22
হায়দরাবাদ, ১৭ জানুয়ারি: গান্ধি পরিবারের নির্দিষ্ট কোনও ধর্ম নেই। রাজীব গান্ধি কি আদৌ হিন্দু? যার বাবা (ফিরোজ জাহাঙ্গীর খান), ঠাকুর্দা পার্সি বংশোদ্ভূত ছিলেন, তাঁর সন্তানরা কি করে হিন্দু হয়? তেলেঙ্গানার করিমনগরে স্বদেশী মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এমনটাই বিতর্কিত মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার।বলা বাহুল্য, প্রধানমন্ত্রী থাকাকালীন ব্রিটিশ সাংবাদিক ইয়ান জ্যাক তাঁর রচিত একটি বইয়ে রাজীব গান্ধির ধর্ম নিয়ে কিছু কথা লিখেছিলেন। রাজীবকে ইয়ান জিজ্ঞাসা করেছিলেন তাঁর ধর্ম নিয়ে। রাজীব তাঁকে বলেছিলেন যে তিনি নাস্তিক নন, কিন্তু তিনি গোঁড়া ধার্মিক প্রকৃতির মানুষও নন। ধর্ম জিনিসটা রাজীবের কাছে যতটা ‘রিচুয়ালিস্টিক’ তার চেয়ে বেশি ছিল ‘স্পিরিচুয়াল’। রাজীবের ভাষায়, ধর্মে নৈতিকতার বিষয়টি তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, কংগ্রেসের সংরক্ষণ নীতি প্রসঙ্গেও সরব হন তিনি।
এদিনের মেলায় বান্দি আরও বলেন, কংগ্রেস সরকার অন্যায্যভাবে মুসলিমদের অনগ্রসর শ্রেণীর অধীনে অন্তর্ভুক্ত করেছে। মুসলমানদের ভোট পাওয়ার জন্য তুষ্টিকরণের রাজনীতিতে মেতে উঠেছে ওঁরা। সমাজের অন্যান্য পিছিয়ে পড়া মানুষদের সঙ্গে অন্যায় করছে। মুসলিমদের সংরক্ষণ দিতে গিয়ে অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষদের সংরক্ষণের অংশ হ্রাস করেছেন। কংগ্রেসের দাবি, দেশে অনগ্রসর শ্রেণীর ৪২% সংরক্ষণের মধ্যে ১০% মুসলমানদের জন্য বরাদ্দ করা হবে। এটা অন্যায় বৈকি কিছু নয়।
মন্ত্রী আরও দাবি করেন যে তেলেঙ্গানায় মহারাষ্ট্রের মতো ধর্মান্তর এবং লাভ জিহাদ-এর বিরুদ্ধে আইন প্রণয়ন করা হোক। পাশাপাশি রাজ্য সরকার যদি মুসলিমদের অনগ্রসর শ্রেণী ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে এবং কেন্দ্রের কাছে তালিকা জমা দেয়, তাহলে তা অনুমোদিত হবে না।