পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি দখলের লড়াইয়ে জনতার রায় মেনে নিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। রাজধানীর বিধানসভা নির্বাচনের ফলাফলে প্রাথমিক ট্রেন্ড এগিয়ে রয়েছে বিজেপিই। ইতিমধ্যে লজ্জার হার হয়েছে কেজরিওয়ালের। হারের পর এদিন এক ভিডিয়ো বার্তায় আপ প্রধান বললেন, ‘রাজনীতিতে ক্ষমতা দখল নয়, জনতার সেবায় এসেছিলাম। আর আজও তাতেই টিকে রয়েছি। দিল্লিবাসীরা যা রায় দিয়েছে, তা আমরা মাথা পেতে নিয়েছি। এবার থেকে একটা ভাল বিরোধী রূপে আমরা কাজে নামব।’এরপরই দলের সকল জয়ী-পরাজিত প্রার্থীদের শুভেচ্ছা জানান তিনি। তাঁর কথায়, ‘প্রত্যেক আমি শুভেচ্ছা জানাই। এই গোটা নির্বাচন পর্বে অক্লান্ত পরিশ্রম করেছেন সবাই।’
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 8, 2025
Read More: দিল্লি নির্বাচন: লজ্জার হার কেজরিওয়ালের, মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন ধূলিসাৎ
শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। এক্সিট পোল বিজেপির জয় এবং আম আদমি পার্টির পরাজয়ের পূর্বাভাস দিয়েছে। তবে এদিন ভোট গণনার শুরু থেকেই এগিয়ে রয়েছে পদ্ম শিবির। এখনও পর্যন্ত ৪৮ আসনে এগিয়ে বিজেপি, ২২ আসনে আপ। এই ট্রেন্ড বজায় থাকলে ২৭ বছর পর দিল্লি দখল করবে বিজেপি।