নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি: দিল্লির ক্ষমতায় কি ফিরতে চলেছে বিজেপি? প্রাথমিক ট্রেন্ড সেদিকেই ইঙ্গিত করতে। ভোট গণনার শুরু থেকে আপের থেকে অনেকটা এগিয়ে রয়েছে পদ্ম শিবির। এখনও পর্যন্ত ৪৮ আসনে এগিয়ে বিজেপি, ২২ আসনে আপ। এই ট্রেন্ড বজায় থাকলে ২৭ বছর পর দিল্লি দখল করবে বিজেপি।
উল্লেখ্য, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। এক্সিট পোল বিজেপির জয় এবং আম আদমি পার্টির পরাজয়ের পূর্বাভাস দিয়েছে। তবে চূড়ান্ত ফলই জানাবে রাজনৈতিক দলগুলির ভাগ্য।