নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি: দিল্লি বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পরে শুক্রবার রাজধানীতে জোরদার রাজনৈতিক নাটক। সূত্রের খবর, এদিন দুর্নীতি প্রতিরোধ শাখার গোয়েন্দাদের একটি দল আম আদমি পার্টির সুপ্রিমো অরবি¨ কেজরিওয়ালের বাসভবনে হানা দেয়। গত বৃহস্পতিবার কেজরিওয়াল দাবি করেন, বিধানসভা নির্বাচন মিটতে আম আদমি পার্টির ১৬জন প্রার্থীকে প্রলুব্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটগণনা ৮ ফেব্রুয়ারি। দিল্লি বিধানসভার মোট আসন সংখ্যা ৭০টি। গত বৃহস্পতিবার আপ সুপ্রিমো কেজরিওয়াল বিজেপির বিরুদ্ধে আপ প্রার্থীদের প্রলুব্ধ করার অভিযোগ তোলার পরে শনিবার ভোটগণনার আগে দিন দুর্নীতি প্রতিরোধক শাখার গোয়ে¨ারা কেজরিওয়ালের বাসভবনে হানা দেওয়ার ঘটনায় চলছে বিতর্ক।
সূত্রের খবর, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা কেজরিওয়ালের অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন। এরপরই এদিন কেজরির বাসভবনে আবির্ভাব দুর্নীতি প্রতিরোধ শাখার গোয়ে¨াদের। সূত্রের খবর, দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের প্রিন্সিপাল সেক্রেটারি মুখ্যসচিবকে কেজরিওয়ালের অভিযোগের ভিত্তিতে দুর্নীতি প্রতিরোধ শাখার তদন্তের নির্দেশ দিয়েছেন।
এদিন কেজরির বাসভবনে দুর্নীতি প্রতিরোধ শাখার গোয়েন্দারা আসার পরে উত্তেজনা সৃষ্টি হয়। সূত্রের খবর, ঘটনাস্থলে উপস্থিত আম আদমি পার্টির নেতারা দুর্নীতি প্রতিরোধ শাখার গোয়েন্দাদের কেজরিওয়ালের বাসভবনে ঢুকতে বাধা দিয়েছেন। ওঁরা অভিযোগ জানান, গোয়েন্দারা বিজেপির অঙ্গুলিহেলনে চলছেন।
এব্যাপারে আম আদমি পার্টির আইনি সেলের প্রধান সঞ্জীব নাসিয়ার এদিন বলেছেন, তদন্তের জন্যে দুর্নীতি প্রতিরোধ শাখার হাতে কোনও পরোয়ানা ছিল না। আমরা যখন ওঁদের জিজ্ঞাসা করি ওঁরা এখানে কেন এসেছেন, তখন ওঁরা একথা জানান যে, কেজরিওয়ালের কাছ থেকে অভিযোগ পেয়েই এখানে এসেছেন। উদ্দেশ্য কেজরিওয়ালের সঙ্গে দেখা করা।
এব্যাপারেû সঞ্জীব নাসিয়ার বক্তব্য, আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং ইতিমধ্যে দুর্নীতি প্রতিরোধ শাখায় অভিযোগ দায়ের করেছেন। আসলে দুর্নীতি প্রতিরোধ শাখার গোয়েন্দাদের কেউ ফোনে নির্দেশ দিয়ে কেজরিওয়ালের বাসভবনে পাঠিয়েছেন। আদতে এটা স্রেফ বিজেপির রাজনৈতিক চমক। প্রসঙ্গত, কেজরিওয়ালের পাশাপাশি আপ সাংসদ সঞ্জয় সিংয়েরও অভিযোগ, ১৬জনেরও বেশি আপ প্রার্থীকে প্রলুব্ধ করে আপে ভাঙন ধরাতে সক্রিয় বিজেপি।