জিশান আলি মিঞা, বহরমপুর: অসম এসটিএফের হাতে জঙ্গি সন্দেহে ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। ধৃতদের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এসটিএফ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর হরিহরপাড়ার মাগুড়া গ্রামের বাসিন্দা মিনারুল শেখ ও নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা আব্বাস আলিকে গ্রেফতার করেছে অসম এসটিএফ। কেরল থেকে শাব শেখ ওরফে শাব রাডি, নূর ইসলামকে গ্রেফতার করেছে অসম এসটিএফ। বেশ কিছু দিন ধরেই তারা গুয়াহাটি জেলে বিচারাধীন বন্দী হিসেবে ছিলেন। দিন কয়েক আগে ওই চারজনকে জিজ্ঞাসাবাদ করে তথ্য জানার জন্য বহরমপুর মূখ্য বিভাগীয় বিচারকের এজলাসে আবেদন করে রাজ্য এসটিএফ। ৬ ফেব্রুয়ারির মধ্যে তাদের আদালতে হাজির করানোর নির্দেশ দেন বিচারক।
বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি ধৃতদের বহরমপুর আদালতে তোলা হলে ওই চারজনকে ১৪ দিন রাজ্য এসটিএফ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক সৈয়দ দিলওয়ার হোসেন। এ দিনই তাদের নিয়ে কলকাতায় নিজেদের দফতরে নিয়ে গিয়েছে রাজ্য এসটিএফের কর্তারা।
এদিন তাদের আদালতে তোলার খবর পেয়ে বহরমপুর আদালতে নিজেদের স্বজনদের এক ঝলক দেখার জন্য আদালত চত্বরে হাজির ছিলেন মিনারুল ও আব্বাসের পরিবারের লোকেরা। যদিও পরিবারের লোকেদের সঙ্গে কথা বলতে দেয়নি এসটিএফ।