পুবের কলম, ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে আরও একবার উঠল তিন তালাক প্রসঙ্গ। এর আগেও একাধিক বার তিনি সংসদে দাঁড়িয়ে গর্ব করে বলেছেন, তাঁর সরকার তিন তালাক রদ করেছে। কাশ্মীর থেকে ৩৭০ প্রত্যাহার করেছে। যা বিগত অ-বিজেপি সরকারের কাছে অসম্ভব ছিল। ‘ভোট ব্যাঙ্কের’, ‘মুসলিম তোষণের’ রাজনীতির জন্য তারা এসব করার সাহস দেখাতে পারেনি।
আর মঙ্গলবার সংসদে জবাবি ভাষণে মোদি বলেন, ২০১৪ সালের আগে দেশে ৩৮৭টি মেডিক্যাল কলেজ ছিল। আর এখন ৭৮০টি মেডিক্যাল কলেজ। ২০১৪ সালের আগে মেডিক্যাল কলেজগুলিতে এসসিদের জন্য ৭৭০০ আসন সংরক্ষিত ছিল। আর এখন সেই আসন সংখ্যা ১৭ হাজার। আগে ওবিসিদের জন্য ১৪ হাজার আসন সংরক্ষিত ছিল। এখন তা বেড়ে হয়েছে ৩২ হাজার।
তিন তালাকের সমাপ্তি ঘটিয়ে মুসলিম মহিলাদের তাঁদের অধিকার দেওয়া হয়েছে। যাঁরা সংবিধানকে পকেটে রেখে কথা বলেন, তাঁরা জানেন না কীভাবে মুসলিম মহিলাদের সারা জীবন যন্ত্রণার মধ্যে কাটাতে বাধ্য করেছেন। বাজেট প্রসঙ্গে তিনি বলেন, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও আয়কর দিতে হবে না। এর সঙ্গে যদি ৭৫ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরা হয়, তাহলে বেতনভোগীদের ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে আয়কর দিতে হবে না। এনডিএ-র বিভিন্ন প্রকল্পের ফলে ২৫ কোটি মানুষ দারিদ্রসীমার উপরে উঠে এসেছেন।