ভোপাল, ৪ ফেব্রুয়ারি: মধ্যপ্রদেশে ইন্দোরের পর এবার ভোপালেও নিষিদ্ধ ভিক্ষাবৃত্তি। সূত্রের খবর, ভোপালের জেলাশাসক কে বিক্রম সিং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ (২) ধারা অনুসারে এসম্পর্কে বিধিনিষেধ জারি করেছেন।
তাতে বলা হয়েছে, ভোপালে প্রকাশ্যস্থানে এবার ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করা হল। উল্লেখ্য, এর আগে ইন্দোরের স্থানীয় প্রশাসন একই নিয়ম জারি করেছে। এমনকি ভিক্ষুকদের ভিক্ষা দিলে কিংবা ভিক্ষুকদের কাছ থেকে কোনও সামগ্রী কিনলেও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।
সূত্রের খবর, ইন্দোর এবং ভোপালে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করার অন্যতম লক্ষ্য হল সম্পূর্ণভাবে ভিক্ষাবৃত্তি বন্ধ করার পাশাপাশি ভিক্ষুকদের পুনর্বাসন দেওয়া। প্রসঙ্গত, অনেকক্ষেত্রে ভিক্ষুকরা ট্র্যাফিক সিগন্যাল থেকে আরম্ভ করে প্রকাশ্যস্থানে ভিক্ষাবৃত্তি করেন। এদের অনেকে অপরাধমূলক কাজকর্ম কিংবা মাদকাসক্তির শিকার। ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করার পাশাপাশি যে মানুষগুলি ভিক্ষাবৃত্তি করেন ওঁদের সুরক্ষা দিতেও উদ্যোগ নেবে প্রশাসন।
ই¨োর এবং ভোপালে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ হলেও যে মানুষগুলি ভিক্ষুক হিসেবে জীবিকার্জন করেন, ওঁদের জন্য আবাসন, শিক্ষা, কর্মসংস্থানের মতো প্রয়োজনীয় সুযোগগুলি তৈরি করাও জরুরি। দীর্ঘমেয়াদি সমাধানে যে উদ্যোগগুলি কাজে লাগালে দারিo্য দূরীকরণও সম্ভব। অনেকে এককভাবে ভিক্ষা করেন, আবার সপরিবারেও ভিক্ষা করেন অনেকে। যে মানুষগুলি ট্র্যাফিক সিগন্যালে ভিক্ষা করেন এর জেরে পথ দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। সূত্রের খবর, ভোপালে প্রকাশ্যস্থানে ভিক্ষাবৃত্তি বন্ধে যে নিয়ম জারি করা হয়েছে, তা ভঙ্গ করলে ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ নম্বর ধারা অনুসারে এক বছরের কারাবাস কিংবা ২ হাজার ৫০০ টাকা জরিমানা হবে।