পুবের কলম, ওয়েবডেস্ক: ফের ট্রেন দুর্ঘটনা। ঘটনাস্থল যোগীরাজ্য। উত্তরপ্রদেশে ফতেপুরে দু’টি মালগাড়ির সংঘর্ষে লাইনচ্যুত হল বেশ কয়েকটি ওয়াগন। দুর্ঘটনার জেরে দু’টি মালগাড়ির চালক এবং সহ–চালকের অবস্থা সঙ্কটজনক। বর্তমানে ওই লাইনে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। তাতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
জানা গেছে, ফতেপুর জেলার পম্ভিপুরের কাছে সুজাতপুর এবং রাসালাবাদ স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটে। দুটি মালগাড়ির মধ্যে সংঘর্ষ হওয়ার পর দুটিই লাইনচ্যুত হয়ে যায়।