পুবের কলম, ওয়েব ডেস্ক: হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতির প্রথম ধাপের দ্বিতীয় দফা জিম্মি-বন্দী বিনিময় চুক্তির আওতায় ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইল। এই ফিলিস্তিনিরা ইসরাইলের বিভিন্ন কারাগারে বন্দী ও আটক অবস্থায় ছিলেন। ইসরাইলি কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। তার আগে, হামাসের হাতে থাকা ৪ ইহুদি নারী সেনাকে মুক্তি দেওয়া হয়।
জানা গেছে, দ্বিতীয় দফায় মুক্তি পাওয়া এই ২০০ বন্দী ও আটক ব্যক্তির অধিকাংশই আজীবন কারাদণ্ড বা দীর্ঘমেয়াদি সাজাপ্রাপ্ত ছিলেন। তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে দ্বিতীয় দফায় মুক্তি পাওয়া এই ২০০ বন্দী ও আটক ব্যক্তির অধিকাংশই আজীবন কারাদণ্ড বা দীর্ঘমেয়াদি সাজাপ্রাপ্ত ছিলেন। তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে ইসরাইলের কারাগারে আটক ছিলেন.
মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের বহনকারী তিনটি বাস পশ্চিম তীরের রামাল্লা শহরে পৌঁছালে সেখানে তাদের জন্য বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়। স্থানীয় জনগণ তাদের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন। বন্দীরা জনতার কাঁধে উঠে বিজয় চিহ্ন প্রদর্শন করেন। পরে এই ২০০ জনের মধ্যে ১৬ জন গাজার বাসিন্দা হওয়ায় তাদের সেখানে পাঠানো হয়।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন— মুহাম্মদ আল-আরিদা। তিনি ‘অপারেশন ফ্রিডম টানেলের’ অন্যতম নেতা ছিলেন। এই অভিযানের মাধ্যমে তিনি এবং অন্যরা ইসরাইলের কারাগার থেকে পালানোর চেষ্টা করেছিলেন। তাঁর সঙ্গে মুক্তি পেয়েছেন ইয়াদ জারাদাত। তিনিও একই অভিযানে অংশগ্রহণ করেছিলেন।