পুবের কলম, ওয়েবডেস্ক: ইংরেজবাজা, কালিয়াচকের পর এবার নোদাখালি। ফের দুষ্কৃতীদের গুলিতে ঝাঁজরা তৃণমূল কর্মী। এদিন মাঝ রাস্তায় ওই ব্যক্তিকে লক্ষ্য করে চালানো হয় গুলি। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত হয়েছে। অবস্থা আশঙ্কাজনক।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, আহতের নাম কৃষ্ণ মণ্ডল। এলাকার সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত। এদিন সকালে ডোঙ্গারিয়া এলাকায় তিন যুবক আসে বাইকে চড়ে । অভিযোগ, কৃষ্ণ মণ্ডলকে লক্ষ্য করে একের পর এক গুলি চালাতে শুরু করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুলির আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। কৃষ্ণকে উদ্ধার করে। পরিস্থিতি বেগতিক বুঝে ফের বাইকে চড়ে ঘটনাস্থলে ছাড়ে দুষ্কৃতীরা। স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে। তাঁকে প্রথমে মুচিশা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তৃণমূল কর্মীর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।