পুবের কলম ওয়েবডেস্ক: সালটা ছিল ১৯৩১। ১১ অক্টোবর ইংরেজ সরকারের পুলিশ এক সম্মেলন থেকে গ্রেফতার করে সুভাষচন্দ্র বসুকে। তারপরে নোয়াপাড়া থানায় নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই ৮ ফুট বাই ১০ ফুটের একটি ঘরে কয়েক ঘণ্টার জন্য আটক রাখা হয়েছিল তাঁকে।
আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীন নোয়াপাড়ার সেই থানাতেও পালিত হচ্ছে দিনটি। সুভাষচন্দ্র বসুকে নোয়াপাড়া থানার যে ঘরে আটকে রেখেছিল ইংরেজ সরকারের পুলিশ সেই ঘরটি স্বাধীনতার পর সরকারের পক্ষ থেকে সংরক্ষণ করা হয়। ২০১১ সালে তূণমূল সরকার আসার পর সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজরিত সেই ঘরকে নতুনভাবে সাজিয়েও তোলা হয়।
আজ এই বীর সন্তানের ১২৯তম জন্মদিনে তাঁর স্মৃতি বিজড়িত নোয়াপাড়া থানার সেই ঘরটিকে লাইব্রেরি হিসেবে উদ্বোধন করা হল। উদ্বোধন করলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ।